নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম - এম. জুবের রহমান। পেশায় একজন প্রকৌশলী। এ পর্যন্ত বাসা পরিবর্তন করেছি ২৪ বার , বাংলাদেশের পাড়া গাঁ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি পর্যন্ত । জেলা শহর, রাজধানী সব জায়গাতেই বসবাস করেছি ,বস্তিবাসী থেকে মিলিওনেয়ার সবার সাথেই মিশেছি।

পথ হতে পথে

‘সবার সুখে হাসব আমি, কাঁদবো সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে।’

পথ হতে পথে › বিস্তারিত পোস্টঃ

খেতে ভারী মজা

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬


আমি আগে মুসলমান পরে বাঙালি না আগে বাঙালি পরে মুসলমান এই নিয়ে রশি টানাটানি অনেক দিনের। লাবনী আপা ব্যবসায়ী মানুষ , তিনি এসবের মধ্যে নাই , তিনি যোগ দিয়েছেন দুই দলেই -একই রেস্টুরেন্টে নাম দিয়েছেন দুইটা। আপনি যদি গুগলে সার্চ দেন হালাল রেস্টুরেন্ট ইন সানফ্রান্সিকো বে এরিয়া তাহলে পাবেন ভন এক্সপ্রেস হালাল - সার্টিফাইড জাবিহা হালাল , রেটিং ও ভালো ফাইভ ষ্টার এর কাছাকাছি। আবার যদি সার্চ দেন বাংলাদেশী রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তাহলে পাবেন লাবনী'স কিচেন , রেটিং একই। রেস্টুরেন্ট এ গেলেই দেখা যায় ক্যাশ এ দাঁড়িয়ে আছেন লাবনী আপা। মোটা সোটা মানুষ , মুখে সব সময় হাসি লেপ্টে আছে। প্রথম দিন গিয়েছিলাম এক সিনিয়র ভাই এর সাথে , সিঙ্গারা খাওয়ার জন্য , খেয়ে বেশ ভালো লাগলো। কিছু দিন পর আবার গেলাম সিঙ্গারা খেতে। আপা বললেন ভাই সিঙ্গারা খাচ্ছেন খান তবে আমার স্পেশাল আইটেম কিন্তু চিকেন ফ্রাই। আপনাকে টাকা দিতে হবে না প্রথম দিন আপনার জন্য ফ্রি স্যাম্পল দিচ্ছি।

সিঙ্গারা অর্ডার দিয়েছি চার টা তার মধ্যে আবার দু'টা ঢাউস সাইজের কলিজি সিঙ্গারা। বললাম আপা চারটা সিঙ্গারা খেয়ে তো চিকেন ফ্রাই খেতে পারবোনা মনে হচ্ছে , আরেক দিন ফ্রী খেতে আসবো। আপা পীড়াপীড়ি করলেন না , আমি আবার গেলাম চিকেন ফ্রাই খেতে ফ্রি তে না অবশ্য। ফ্রাই এর কয়েকটি ভ্যারাইটিজ আছে লাবনী আপার কাছে। আমি ঝাল খেতে পারিনা তাই হানী চিকেন উইংস এন্ড লেগ্স এটা নিলাম। খেতে বেশ মজা। সবচেয়ে ভালো লাগে আপার আন্তরিক ব্যবহার , সার্ভ করার পর এসে জিজ্ঞাসা করবেন ভাই ঠিক হয়েছে তো , খেতে পারছেন তো। অনেকটা যেন বাসায় মেহমান খাওয়াচ্ছেন।
কিছু দিন পূর্বে এক মেক্সিকান ফ্রেন্ড কে নিয়ে গেলাম বাংলাদেশী খাবার খাওয়ানোর জন্য। তো এরাবিয়ান, আমেরিকান , মেক্সিকান এরা কেন জানি ল্যাম্ব পছন্দ করে বেশি। আপা কে বললাম ল্যাম্ব বিরিয়ানি আর স্পাইসি চিকেন দিতে। আপা বললেন ভাই ল্যাম্ব তো নাই মাটন আছে , বাংলাদেশী ইন্ডিয়ান লোকজন তো সবাই মাটন খায়। শুনে মেক্সিকান বন্ধু একটু ইতস্ততঃ করছিলো, আমি বললাম খেয়ে দেখোনা কেমন লাগে। খেয়ে তো সে পুরা কুপোকাত , টোগো করে বাসায় নিয়ে গেলো। জয়তু লাবনী আপু।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৫

পবিত্র হোসাইন বলেছেন: নজর দিলাম =p~

২| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪১

পথ হতে পথে বলেছেন: :``>> দাওয়াত খাওয়াতে হবে দেখছি।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৭

বাংলার মেলা বলেছেন: একই সালে বাঙালি আর মুসলমান হতে দোষ কোথায়? তবে আপনাকে একটা কথা বলি। মুসলিম পরিচয়ের উপর অন্য কোন পরিচয় যদি প্রাধান্য দিতে চান, তবে আপনার ঈমানই থাকবে না । যদি ঈমান রাখা তেমন জরুরী ব্যাপার না হয়, তাহলে মুসলিম পরিচয়ের দরকারটাই বা কি?

৪| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০২

পথ হতে পথে বলেছেন: আপনার উপদেশ শিরোধার্য।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টের উত্তর দিতে সবুজ তীরে ক্লিক করে উত্তর লিখুন :)

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২২

পথ হতে পথে বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৫

আহমেদ জী এস বলেছেন: পথ হতে পথ,





পথ হতে পথে ঘুরে ঘুরে মজার খাবারের খবর দিয়ে গেলেন।


২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০

পথ হতে পথে বলেছেন: ঠিক ধরেছেন ভাই।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই খাবারের লোভ লাগিয়ে দিলেন।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৯

পথ হতে পথে বলেছেন: শুধু শরীরের ওজনের প্রতি খেয়াল রেখে খাবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৫

মাহমুদুর রহমান বলেছেন: বেশ লোভনীয় খাবার।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৩

পথ হতে পথে বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন্তব্য পড়ে আমি নিজেই লোভে পড়ে যাচ্ছি।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন্তব্য পড়ে আমি নিজেই লোভে পড়ে যাচ্ছি।


হা হা হা ........

১০| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি আসে মুসলিম পরে বাঙালী।
আমার মনে হয় পৃথিবীর সব মুলমানেরও তাই হওয়া উচিৎ-আসে সে মুসলিম পরে তার জাতীয়তা।

একেক জনের হাতে একেক খাবার বেশ ভাল তৈরী হয়, হোটেলের ক্ষেত্রেও তাই।
++++

২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪১

পথ হতে পথে বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.