নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম - এম. জুবের রহমান। পেশায় একজন প্রকৌশলী। এ পর্যন্ত বাসা পরিবর্তন করেছি ২৪ বার , বাংলাদেশের পাড়া গাঁ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি পর্যন্ত । জেলা শহর, রাজধানী সব জায়গাতেই বসবাস করেছি ,বস্তিবাসী থেকে মিলিওনেয়ার সবার সাথেই মিশেছি।

পথ হতে পথে

‘সবার সুখে হাসব আমি, কাঁদবো সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে।’

পথ হতে পথে › বিস্তারিত পোস্টঃ

হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না -

১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৩২


বলছি ফায়ার সার্ভিস কর্মীদের কথা । হাঁ সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস এ যারা কর্মরত আছেন তাদের কথা । তাদের কথা লিখতে গিয়ে মনে পড়ে গেলো প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর লেখা ভাঙা কুলা গল্পের কথা । আমাদের স্কুল পাঠ্যসূচীতে ছিল । গল্পের নায়ক বড়ো মিয়া মানুষের উপকার করেন , বনেদি ঘরে জন্ম নিলেও বর্তমানে দারিদ্রের কষাঘাতে জর্জরিত , মাঠে নিজের গরু চরান । তো গল্পের লেখক নদী পার হতে গিয়ে বড়ো মিয়ার বড়ো মনের পরিচয় পান , কিন্তু বড়ো মিয়া নিজের পরিচয় দেন ভাঙ্গা কুলা হিসাবে , মানে প্রয়োজন পড়লে যাকে স্মরণ করা হয় , প্রয়োজন ফুরিয়ে গেলে অবহেলায় , অনাদরে পড়ে থাকে ।

শুনেছি মগের মুল্লুকে সবার দাম সমান দুধের দাম যা , পানির দাম ও তা । আমাদের এই দেশে মানুষের কার্যক্রম আরো অদ্ভদ - এখানে পানির দাম বেশি , এখানে যে আপনাকে লাঠি মারে তার সমাদর বেশি , আর যে আপনাকে বাঁচাতে এগিয়ে আসে তার মূল্যায়ন নেই । মাঝে মাঝে ই দেখি আগুন লাগে আর সেই আগুন নেভানোর জন্য , মানুষকে বাঁচানোর জন্য অগ্নি নির্বাপন কর্মীরা দৌড়ে যান, প্রাণ হাতে নিয়ে কাজ করেন । কিন্তু বেতন ভাতা বলেন , পদ মর্যাদা বলেন আর সামাজিক মর্যাদা ই বলেন - সব দিকেই তারা বঞ্চিত । সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: আগুন থেকে মানুষ বাড়ি ঘর বাচানো লোকরা মহৎ এব্যাপারে কোনো সন্দেহ নেই।

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪১

পথ হতে পথে বলেছেন: একমত

২| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫

অর্থনীতিবিদ বলেছেন: অগ্নি নির্বাপন কর্মীরাও একরকম ভাঙ্গা কুলা।

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪১

পথ হতে পথে বলেছেন: কথা সত্য

৩| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬

ভুয়া মফিজ বলেছেন: যে দেশে জ্ঞানীগুনীদেরই কোন কদর নাই, সেদেশে অগ্নি নির্বাপন কর্মী তো বহুত দুর কি বাত!!

৪| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪২

পথ হতে পথে বলেছেন: দুঃখ লাগে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.