![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোরকার তেলেসমাতি!!!!!
পর্দা বলতে বাংলাদেশি মুসলমান বা অল্প
শিক্ষিত মানুষরা বুঝে বোরকা পরিধান করা।
যদিও এটি একটি পর্দার অংশ।কিন্তু এটা
নিয়েও আজ চলছে অনেক তালবাহানা।
১. প্রথম ২০০৭ সালে ফেনী শহর ব্যবসায়ী
সমিতির এপ্লাস সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে
প্রথম টাস্কি খেলাম যখন এক মাদ্রাসার
ছাত্রী বোরকাবিহীন ক্রেস্ট গ্রহন করল।
যদিও সে কখনো বোরকা ছাড়া মাদরাসায়
যেতে দেখিনি। মনে হয়, তার কাছে বোরকা
ছিল মাদ্রাসার ইউনিফর্ম।
২.যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি অনেককে
দেখি বোরকা পরে আসতে যা দেখে
অন্যদের মত আমিও মনে করতাম এই মেয়ে
গুলো মনে হয় অনেক ভাল।কিন্তু যখন তাদের
ভিতরের খবর শুনি তখন..............(ব্যতিক্রম
থাকা স্বাভাবিক)
৩.অনেককে আবার দেখি বোরকা গায়ে
দিয়ে বয়ফ্রেন্ড এর সাথে চলা ফেরা করে
বা বাইকে বা রিকসায় বসে। অনেকে বলবেন
এটার সাথে আবার বোরকার সম্পর্ক কি?
উত্তর সহজ,বোরকা যেমন ফরজ আবার মুহাররম
ছাড়া কারো সাথে অবাধে চলাও ফরজ
বিরোধী যাকে ইংরেজিতে বলে
প্যারাডক্স।
৪.বোরকা আবার অনেক রকম সর্ট, আঁটসাঁট, লং
ইত্যাদি। অনেক সময় বোরকা পরলে পর্দা
আরো বেশি লংঘন হয়।
৫.আবার অনেক সময় সেমিস্টার বাড়ার সাথে
সাথে বোরকার সংখ্যা বাড়ে।
৬.আরেক প্রকার মোটামুটি নিয়মিত বোরকা
পরে কিন্তু কোন অনুষ্ঠান আসলে আবার
বোরকা ছেড়ে আসে মনে হয় যে,পর্দার
বিধান অনুষ্ঠানের জন্য মাফ আছে।
তবে যাঁরা প্রকৃত ভাবে বা ইসলামী হুকুম
অনুযায়ী বোরকা পরিধান করেন,এবংবাকি
পর্দার নিয়মগুলোও অনুসরণ করেন তাদের জন্য
অশেষ দোয়া।
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
অবনি মণি বলেছেন: এসব বোরকার প্রতি একটা অনীহা চলে এসেছে যদি এটা ঠিক না ! আমি যেন ঠিক মতো ব্যাবহার করতে পারি এটাই বলে সবাই । তবু হিজাব পরি দেখে প্রতি নিয়ত একটা প্রশ্নের মূখোমুখি হই যে এটা কি ফ্যশন এর জন্যে নাকি আল্লাহ কে ভয় করে !!!
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬
হাসিবুল হাসান শান্ত বলেছেন: মুক্তমনারা আজ এটা বুজতে ব্যার্থ তাই ইসলামের বিরুদ্ধে চলছে চরম অসয্যকর কথা ৷
ভালো কিছুর জন্য ধন্যবাদ৷৷