নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাজামুস জুলকারনাইন রতন

এস েজ রতন

একজন প্রতিশ্রুতিশীল তরুণ সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, অভিনয়শিল্পী, লেখক, বক্তা, প্রশিক্ষক ও উন্নয়নকর্মী এবং মানব কল্যাণে নিজেকে সমর্পণকারী একটি স্বর্গীয় পৃথিবী উপহারে নিবেদিত আত্মা।

এস েজ রতন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মাংসের রেসিপি

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:২২

এস জে রতন
------------------------------
ঈদের ছুটির সাথে সাথেই বউও পেয়েছে ছুটি,
কাজের টানে ফিরলাম ঢাকায়, একাই কাটছে দিনক’টি।
এরই মধ্যে গেছে কেটে দিন কুড়িটা হলো,
আলু ভর্তা আর ডিমভাজিতেই নিত্য খাবার জুটলো।
নিজ হাতেই আর কত কী, কতটাই বা করবো?
চর্চা ছিল না তো তাই, আর কীভাবে উদর ভরাবো?

আজ তবে এক নতুন রান্না, মাংস রেসিপির আয়োজন
কী দিয়ে কী করবো, মসল্লা জানি কী প্রয়োজন?
মাংস টুকরো ছোট করে নিলাম গোটা বিশেক
লবণ, মরিচ, আদা বাটা, লবঙ্গ দিলাম কতেক।
গুঁড়ো হলুদ, রসুন পেষা, মেথি, জিরা তেল
কষিয়ে দিলাম গরম তেলে, দেখো মাংস রান্নার খেল।

কী যে হবে অবশেষে পারবো তো দিতে মুখে?
রান্না হওয়া মাংস দেখে অবাক তাকিয়ে দু’চোখে!
ভাতের সাথে খেলাম বড় আয়েশ করে ভাই।
শূন্য থেকেও রেসিপি হয়, ঝুঁকিটা নিলে তাই।
ক্ষুধাই শেখায় আয়ের পথ, শেখায় রান্নার রেসিপি,
আমাকে দেখে তোমরাও শেখো, দিব্যি বলছি ভাই আপি!
***
২৭ আগস্ট ২০২০, মালিবাগ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা কবিতা।

ছবি সব সময় উপরে দিবেন।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৭

এস েজ রতন বলেছেন: একদম। রাজীব ভাই, আপনার সুন্দর মুখটা যে ক্যামেরার আড়ালে রয়ে গেলো, দেখবো কী করে? শুভ কামনা রইল।

২| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

নেওয়াজ আলি বলেছেন: আপনার নাম মনে হয়, এস জে রতন ।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৯

এস েজ রতন বলেছেন: সংক্ষিপ্ত নাম। এই নামেই পরিচিত সবখানে। ভাল থাকবেন নেওয়াজ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.