নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

ব্লগের সিনিয়র জুনিয়রের ক্রমিক প্রথা বিলুপ্ত হৈল নাকি !! B:-) B:-)

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪





বা সাইডে তাকায়া দেখেন... সব খিচুড়ি হৈয়া গেছে !

কালে কালে না জানি আরও কত্ত আপডেট হইবে :)

তবে যারা সিরিয়ালে নিজেদের দেখে অভ্যস্ত তাদের সাময়িক খটকা লাগবার পারে !



এখন থেকে যে কোন ব্লগার উপরের সারিতে আসন লইতে পারিবেন মনে লয়।



তবে কতৃপক্ষের কাছে প্রশ্ন : কিসের ভিত্তিতে এখনকার ক্রম নির্ধারণ করা হয়েছে ?

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

খেয়া ঘাট বলেছেন: I just noticed...

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমিও !

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে...আমারে দেখতাছেন তো?

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: খুইজ্জা লন ;)

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: সম্ভবত মাথা আউলাইয়া গেছে !

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হাচাই :)

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আমিনুর রহমান বলেছেন: Vala hoiche :D

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :(

কন কি !!

নিজেরে খুইজ্জা পাইতে কত্ত কষ্ট হয় !!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

টুম্পা মনি বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :( :(

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
যে সর্বশেষে আসবে তার নাম উপরের দিকে থাকলে ভাল

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: না............. এইডা উল্টা হৈয়া গেলু তো :(

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আহমেদ আলিফ বলেছেন:
এ নিয়ে আমি একটা পোস্ট লিখেছি

আমি তো পাগল হয়ে উড়াল দিবো

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শিরোনাম দেখে তো পোষ্টের বিষয়বস্তু বুঝবার পারি নাইক্কা :)
তাই তখন ভিত্রে ঢুইক্কা দেখবার পারি নাই।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ্ ইমুন ক্যা B:-)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সব খিচুড়ি হৈয়া গেছে :(

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মুসলিম শরীফ বলেছেন: নাম্বার ওয়ান।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সাকিব খান :)

১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

টুনা বলেছেন: ভালা হইছে। সম্ভবত লগ ইনের ক্রমানুসারে দেখাচ্ছে। এখন পাবলিক বেশীক্ষন লগ ইন কইরা থাকবো। সিনিয়র জুনিয়র নাই।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

টুনা বলেছেন: আমার ধারনা ভুল। সব আওলাইয়া গেছে।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা
এখনো বুঝলাম না কি অনুসারে এই ক্রম সাজাইছে।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

হাসান মাহবুব বলেছেন: ধুরো!

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এখনও এর কারণ ব্লগবাসী জানতে পারলো না !
কতৃপক্ষ নির্বিকার !

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

অদ্বিতীয়া আমি বলেছেন: ধ্যত আগেই ভালো ছিল ।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম, আমার মতেও ।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

শায়মা বলেছেন: আহা কতদিনের সাধ ছিলো সবার উপরে থাকবো!!!!!!!


আর ভাইয়া তোমার দুঃখও মিটলো তুমি না দুঃখ পেতে তোমার নীচে তোমার প্রিয় আপু ভাইয়াদের ছবি দেখায় এটা নিয়ে.......:প

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সে রকম হলে তো সমস্যা ছিল না।
এখন যে অবস্থা জগা-খিচুড়ি হয়েছে... কখন কে আপ-ডাউন করে তার ঠিক নেই :)

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

লেখোয়াড় বলেছেন:
ভালো করছে,
দেখেন কতসময় থাকে।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সার্ভারের যে অবস্থা...
না জানি কবে ঠিক হবে।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

নাম জেনে কি হবে? বলেছেন: ভালো হইছে

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

মোঃমোজাম হক বলেছেন: পিপং বলের মতো উপড়ে উঠছি আর নামছি =p~

১৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

সুমন আহমাদ স্বাধীন বলেছেন: অনেকদিন কথা হয়না, ভাল আছেন তো ?

১৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

এম ই জাভেদ বলেছেন: নাম উপরে থাকলে লাভ কি , নিচে থাকলে কি ক্ষতি ??

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

মশিকুর বলেছেন:
ফালতু সিস্টেম!!

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

জনাব মাহাবুব বলেছেন: ভালো সিস্টেম।

সিনিয়রদের ব্লগ দখল করার দিন শেষ B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি নিজেই একটা লিস্ট তৈরী করুন কে কতদিন ধরে ব্লগিং করছেন, সে অনুযায়ী। তবে কাজটা কঠিন হবে। ভালো থাকুন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম ভাল কথা বলেছেন , খড়ের গাদার ভিত্রে সুচ খুজি আর কি :)

কুনু দরকার নেই।

আমি জাষ্ট সিস্টেমটা চেঞ্জ হৈল কেন সেটা জানতে চাচ্ছিলাম।

বাট মডুদের দেখা পাইলাম না (অবশ্য গোপনে দেখে জবাব দেবার কিছু না পেয়ে সম্ভবত চলে গেছে)

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা ভালোই বলেছেন, তবে কথা সত্য। ;)

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

আদম_ বলেছেন: কিভাবে সিনি:জুনি নির্ণয় করা হয়?

২৫| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫

সুমন আহমাদ স্বাধীন বলেছেন: আমি আমারে হারাইয়া ফালাইছি !

২৬| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৩

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: মানুষ যাকে চায়, বোধকরি তাকে হাজার মানুষের ভীড়থেকে খুজে নেবে।

২৭| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৮| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

 বলেছেন: :-B :-B

২৯| ১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.