নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal
সময় টিভি
চ্যানেল ২৪
একুশে টিভি
ইন্ডিপেন্ডেন্ট
এ লাইভ দেখাচ্ছে
রাজধানীর খিলগাঁও কলোনি মাঠের পাশে ওয়াশার পাইপের পাশে কয়েকশ ফুট গভীর একটি গর্তে পড়ে আটকা পড়েছে চার বছর বয়সী এক শিশু।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট জিয়াদ (৪) নামে শিশুটিকে দড়ি ফেলে তুলে আনার চেষ্টা করছে।
শিশুটির বাবা নাসিমউদ্দিন একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের নৈশ প্রহরী হিসাবে কাজ করেন।
সাংবাদিকদের তিনি বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে জিয়াউর ওই গর্তে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সন্ধ্যা ৪টার দিকে বাচ্চাটিকে উদ্ধারের জন্য কাজ শুরু করে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান।
শাহজাহানপুর থানার ওসি মেহেদী হাসান বলছেন, ওয়াসার পরিত্যক্ত ওই পাইপ কয়েকশ ফুট গভীর। তবে পাশের যে গর্তে শিশুটি পড়েছে তার পরিসর মাত্র ১৪ ইঞ্চি হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে।
উদ্ধারকর্মীরা জানান, শিশুটির সঙ্গে কয়েক দফা কথা বলা সম্ভব হয়েছে। ডাকলে সে সাড়া দিচ্ছে। তার জন্য খাবার ও অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়েছে।
http://m.bdnews24.com/bn/detail/home/901385
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: উদ্বিগ্ন হয়ে টিভি'র সামনে বসে আছি । কামনা করি বাচ্চাটাকে যেন জীবিত উদ্ধার করা সম্ভব হয় ।
সম্ভব হলে পরবর্তি ইনফরমেশনগুলো পোস্টে আপডেট করে দিবেন ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১
কলমের কালি শেষ বলেছেন: বাচ্চাটির সুস্থ উদ্ধার কামনা করছি ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: টিভির সামনে বসে আছি -- আল্লাহ সহায় হোন -- দোয়া করছি
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
ডি মুন বলেছেন: আল্লাহ সহায় হোন।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭
আলম দীপ্র বলেছেন: আল্লাহ সহায় হন নিষ্পাপ বাচ্চাটার ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬
খেলাঘর বলেছেন:
হয়, রশি দিয়ে ১ জনকে কুপে নামাতে হবে, বা পাশ দিয়ে দ্রত কুপ খনন করতে হবে; পাশ দিয়ে কুপ করতে হলে জাপানীদের ডাকা দরকার এখুনি।