নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দেখার বিষয় গুলোও না দেখার মতো করেই আমাদের চলতে হয় । এর কারণ ঐ একটাই আমি আমার হিম্মত হারিয়ে ফেলেছি সেই কবে। আমি হতাশার কথা বলি আর এই হতাশার কথা কেউ শুনতে চায় না। কিন্তু এই হতাশার কথা বলেও তো আমি আশা জাগাতে পারি যদি কেউ এই হতাশার বিষয়টিই কেউ না কেউ এড়িয়ে চলেন তবেই এই হতাশা কথা বলা সার্থকতা।
আমাদের দেশের জনসংখ্যার পরিমাণ দিন দিন বাড়বেই কমবে না। কিন্তু এর মধ্যেও তো আমাদের বেচেঁ থাকতে হবে। আসলে বাচাঁর মত বাচঁতে সবাই চায় আমরা ভুলো মনের জাতি একটা ইস্যু যখন সামনে আসে তখন সেই বিষয়টা পড়ার টেবিল হতে একেবারে চায়ের টেবিল পর্যন্ত গিয়ে গড়ায়। সেই কয়টা দিন ঐ ইস্যু নিয়ে যত আলোচনা সমালোচনা। আবার কয়েকদিন পর আবার একটা নতুন ইস্যু তার আগের ইস্যু বাদ দিয়ে নতুন ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা । আমরা খুব সহজেই সিডর আইলার মত বড় বড় দুর্যোগ গুলো কথা ভুলে যাই ।
এই ভুলে যাওয়া মন না থাকলে হয়তো আমরা এগিয়ে যেতে পারতাম না। কিন্তু আমাদের এই এগিয়ে যাওয়া কতটুকু । আমরা কি জানি বা কতটুকু আমাদের জানানো হয়। না ঋণের বোঝা নিয়ে আমরা আমাদের উন্নয়নের কথা বলে তার ভার হালকা করে সামনের কথা বলি।
এভাবেই চলছে...
কারণ চলতে তো হবেই থেকে থাকা যাবে না।
স্থায়ী সমস্যা সমাধানে আমাদের দেশে প্রধান দুই দলের মধ্যে রয়েছে দা-কুমড়া সম্পর্ক । জানি না মৌলিক বিষয় গুলোতে এই দুই দল একমত হয়ে চলতে পারবে কিনা।
সামনের দশম নির্বাচন কতটা সফল হবে জানি না।
নির্বাচনের মত বড় বিষয় নিয়ে আমার কথা বলা মানায় না।
শুধু একটা হতাশার কথা বলি সামনের দিন গুলোতে আরো বাড়বে বেকারত্বের সংখ্যা ।
©somewhere in net ltd.