নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগোপন জীবনের ওপিঠ।

সা-জ

ভবনা গুলো

সা-জ › বিস্তারিত পোস্টঃ

এমন কিছুই না যা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

একজন মানুষ কতটুকু পারে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ।

পারে কি সর্বময় অবস্থায়, আসলে কেউ পারেনা।

কর্মের বিরতিতে সে যেন হারিয়ে যায় কোন অজানা অচেনা অলি গলির পথে। সামনে এগিয়ে যায় আরো এখন তার একটু বিশ্রাম প্রয়োজন । এই প্রয়োজনের শেষ নেই । এই বিশ্রাম ছাড়া তো আর সামনে চলা যায়না।

জীবনে গতিটা এমনই এখানে কখনো ভালোবাসায় সুরভিত হয় চারদিক। আবার প্রিয়জনের একটু ... হাসিতে যেন আলোকিত হয় হৃদয়ের ঘরটা । এমনটাই স্বাভাবিক

এর মধ্যে আমাদের বেচেঁ থাকা

এর মধ্যদিয়ে দিন গুলোর পার হয়ে যাওয়া। কখনো মনে হয় একটু হিসাব কষে দিখি কি পেলাম আর কি হারালাম।

আমার হারনো ভয় সবচেয়ে বেশি সেখানে সেই জায়গা টা আমার নিজের স্বত্বা । আমি যেন মাঝে মাঝেই আমার এই স্বত্ত্বাটা হারিয়ে ফেলি তখন খুব করে মনে হয় এই জিনিস টা হারিয়ে ফেলা মানে কোন এক স্থানে ইলেকট্রন শেয়ার স্তরের মতো করে শক্তির বিকিরণ করে নিচের স্তরে নেমে যাওয়া কিন্তু এই নেমে যাওয়ার পর্যায় এমন পর্যায়ে নেমে যায় যে নিউক্লিয়াসে আঘাত করার মত করে পরমাণুর অস্তিত্বকে বিলীন করা।

তেমনি ভাবে আমাদের কারো কারো এমনই পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করি।

এককথায় বলতে গেলে আমাদের জন্য যা নির্ধারণ করে দেওয়া হয় আমরা যেন তাই করতেই বাধ্য।

এই একটা জীবন শৃখঙ্লা আর বাধ। কেউ কেউ এই বাধঁ থেকে মুক্ত হতে চায় হতে চায় স্বাধীন। আসলে স্বাধীনতার ব্যাখ্যা পর্যলোচনা একেক জনের নিকট একেক রকম হতে পারে। সবার একরকম স্বাধীনতা কখনই এক সাথে পূরণ না হতে পারে।

আমার দেখছি ঐশী নামরে মেয়েটি স্বাধীনতা কি ছিল

তার মা-বারও তো একটা স্বাধীনতা থাকে সেই স্বাধীনতা হলো তাদের মেয়ে কে তাদের নিজেদের মত করে মানুষের মত করে মানুষ করার সংগ্রাম চালিয়ে যাওয়া । অনেকেই এই সংগ্রামে সফল হন আবার কেউ ব্যর্থ হন আজকে ।

সফল হয়ে যাওয়া একজনের সন্তানের ছোট্ট কথা হলো বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকত করেন আরে ছেলে করেন মাওলারা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ।

সবাই সফল সমভাবে হয় না আবার কেউ ব্যর্থ হয়ে একে বারেই ভেঙে পড়েনা। এই হলো

আমি যা কিছু করছি যা কিছু দেখছি যা কিছু বলছি যা কিছু শুনছি তার সমষ্টি হয়ে গেল আমার মোট জীবন।

বড়ই আজান একটা জিনিস এই ভালো এই মন্দ এই কারো দুখে সমব্যথী এই আবার কারো সুখে নিজে অসুখী এই নিয়ে কত জীবনের প্রকার প্রকরণ আর কত কি ।



এই ভালো লাগছে স্বপ্ন দেখতে এই হারিয়ে নদীর ধারে এই হারিয়ে সাগর পানে কোথায় সুখ কোথাও স্মৃতি এই আমি

এই এখানে এই তো সেখানে

দুঃখিত [ টাইপের ভালো আয়ত্ব এখনো আমার হয়নি। ভাবি কেন এত সময় লাহগ]



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.