নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয়ের বৃত্ত থেকে কখনো বের হয়ে সরলরেখা হতে পারি না। এখানে, সেখানে, কথায়, শব্দে, বাতাসে ও জলে নিয়মিতই ভীতু হয়েই থাকি।
এই ভয়ের বৃত্তে কখনোই মৃত্যু ভয় ছিল না। যা ছিল লজ্জার ভয়। এই ভয় আটকে দিয়েছে আমার জীবন চলার পথ। যেখানে জীবনে চলার গতিপথই বেঁচে থাকার মূলমন্ত্র বা স্বপ্ন সিঁড়ি। আমার কি কোন স্বপ্ন ছিল। হয়তো ছিল কিন্তু স্বপ্নগুলো ভয়ের দূর্গ ভাঙ্গতে পারেনি।
সময় ঠিকই তার মতো করে চলেছে এখন আমি, আমার স্বপ্ন বেঁচে থাকার বাস্তবতার দূরত্ব যেন যোজন যোজন আলোকবর্ষ।
২| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:১৯
অহরহ বলেছেন: দুঃখিত ভুল জায়গায় পোষ্ট হয়ে গেছে।
৩| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:১৭
অহরহ বলেছেন: রোমান ভাইয়ের শারীরিক সুস্থতা কামনা করছি। তবে, Bkash / Nagad / Rocket .... কী ভিপি নুরের??