নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসেবে লোভের ফাঁদে পড়ে যখন অনেক কিছু হারিয়ে যায় তখন জ্ঞান ফিরে। প্রলোভনের আশ্বাস আমাদের লালচকে উচ্চগতিতে ত্বাড়িত করে। এই তাড়নায় ধন আরোহণের প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাই। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় মস্তিকের নিউরণ।
শটকার্ট পথে টাকা উপার্জনের যে চেষ্টা, কোন ধরনের পরিশ্রম না করে সেই পথকে বেঁচে নেওয়া।
অন্তর্জালে অনেক কিছু যেমন ভিত্তিহীন আবার প্রচারণার টেড আরব বসন্ত তৈরি করে। আমাদের কাছে বিবেকবোধ আছে তার ব্যবহার আমরা করতে পারি না। কেন বিবেকহীন হয়ে পড়ি। চিত্তবৃত্তি, ধ্যানধারণা, মতি যেন স্থির হয়ে যায়।
শ্রমবিহীন প্রচেষ্টায় লাভবান হওয়ার আশা করি
তার পর ক্ষতি হয়ে গেলে, সব হারিয়ে গেলে বিচারের জন্য চিৎকার করি।
দায়িত্ববোধ কোথায়, সব সময় নিজেদেরই কাধে নিতে হয় নিজের দায়িত্ববোধ। তবুও সেই দায়িত্ববোধেও জ্ঞানহীন হয়ে মত্ত হয়ে যাই।
তাই এমটিএফই, ই-ভ্যালি, ডেসটিনির মতো কিছু কিছু ঝড় আসে- যে ঝড়ে লাখ লাখ মানববৃক্ষকে মাটিতে মিশিয়ে দিয়ে যায়।
পত্রিকায় প্রথম পাতায় শিরোনাম, ব্লগে লেখা হয়, আলোচনা হয় চা এর টেবিলে
তারপরও নতুন নতুন নাম দিয়ে তারা আবার ফিরে আসে।
লালসার প্রভোলন আমাকে গ্রাস করে নিয়ে যায় শ্রমহীন উপার্জনের গন্তব্যে আবার ছুটে চলি---
২| ২২ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:০৫
সা-জ বলেছেন: প্রথম আলো আর ডেইলি স্টার বিদেশি মদদপুষ্ট মিডিয়াদের মধ্যে অন্যতম
যাদের প্রতি রয়েছে গণ মানুষের আস্থা
প্রথম আলো কে বাংলা বানানের একমাত্র ধারক ও বাহক মনে করা হয়।
অনেকটা ঐশী বাণীর মতো তাদের লেখা কোটেশন আলোচনা করা হয় বিভিন্ন জায়গায়
এমনই সুযোগ কাজে লাগিয়ে তারা নিউজ তৈরি করে। হয়তো বছরে দুই থেকে দশটা খবর প্রকাশ করে তাতেই জনগণ বোকা হয়। গ্রহণযোগ্যতার এক পর্যায়ে তারা তাদের মেলে ধরেছে তাদেরকে ক্রেডিট দিতেই হবে।
যারা একসময় বসুন্ধরা গ্রুপ কে নিয়ে খুব লেখালেখি করেছে
যার ফলে তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড তৈরি করলো
বের হতে থাকলো কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন (অন্যের দ্বারা প্রতিষ্ঠিত ছিল), বাংলানিজউ২৪ডটকম ইত্যাদি
আমাদের কাজ হলো গুজবে কান দেওয়া, প্রতারণার ফাঁদে পা দেওয়া কারণ অল্প সময়ের মধ্যে এলিট হতে চাই। কারো কিছুই করার নেই।
৩| ২২ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:২৮
নাহল তরকারি বলেছেন: বিনা স্বার্থে আমাকে কেউ উপকার করতে আসলে, তখন আমার খুব সন্দেহ হয়।
৪| ২২ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:৫১
আমি নই বলেছেন: @হাসান MTFE সম্পর্কে একটু খোজাখুজি করে যা বুঝলাম এটা একটা সো কল্ড ট্রেডিং এ্যপস ছিলো(বাইনারি অপশন ট্রেডিং)। এটা একটা কমন স্ক্যাম সিস্টেম এবং দুনিয়ায় এটার মত শতশত সাইট, এ্যাপ আছে। MTFE এর সিইও, কো-ফাউন্ডার, কয়েকটি দেশের কান্ট্রি ম্যানেজার সহ অনেকের ছবিই দেখলাম কিন্তু ইসলামি লেবাসধারী কাউকে পাইলাম না। ওদের ওয়েবসাইটেও ইসলামি কোনো কথা পাইলাম না।
যদিও ব্লগের অনেকেই জানে আপনার কাজই হচ্ছে প্রপাগান্ডা ছরানো তার পরেও জানতে ইচ্ছে করছে ঠিক কি দেখে মনে হল এটা ইসলামি স্ক্যাম?
আমরা সাধারন মানুষের বিভিন্ন খবরের অন্যতম মাধ্যম পত্রিকা, এখন পত্রিকাগুলো ইসলামী ব্যাংকের সম্পর্কে ফেক নিউজ ছরালে ব্যাংক কতৃপক্ষ কোনো ব্যাবস্থা নিচ্ছেনা কেন? ব্যাংক কি বোঝেনা যে এই পত্রিকাগুলোর ফেক নিউজের কারনে তাদের রেপুটেশন খারাপ হচ্ছে, গ্রাহক টাকা তুলে নিচ্ছে, তার পরেও চুপ থাকার কারন কি?? উল্টা দেখা যাচ্ছে তারা শাখা পর্যায় থেকে ঋণ অনুমোদন বন্ধ করেছে (সুত্র প্রথমআলো)।
আপনার নাম আসলে হাসান গোয়েবসল হওয়া উচিৎ, যদিও প্রপাগান্ডা ছরানোতে আপনি গোয়েবসলেরও বাপ।
৫| ২২ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:০২
অরণি বলেছেন: লোভীদের আরো শাস্তি পাওয়া উচিৎ।
৬| ২২ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
কিন্তু ইসলামি লেবাসধারী কাউকে পাইলাম না, তাহলে এগুলো কি?
৭| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪০
জ্যাক স্মিথ বলেছেন: এ্যাপটি মুলত হুজুর, মোল্লা, মৌলভী এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের টার্গেট করে মার্কেটিং করেছিলো যে কারণে খুব দ্রুতই জনপ্রিয়তা পেয়েছিলো। এই এ্যাপের বেশিভাগ গ্রহাক বরিশাল এবং সাতক্ষীরা অঞ্চলের ধর্মপ্রাণ মানুষজন।
যেভাবে এমটিএফই অ্যাপে প্রতারণার শিকার হলেন বরিশালের শত শত মানুষ
এমটিএফইতে বিনিয়োগ করে প্রতারিত সাতক্ষীরার মানুষও
যে বা যারাই এই অপকর্মের সাথে জড়িতে তাদের দ্রুত আইনের আওতায় আনা হাউক।
৮| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৮
আমি নই বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
কিন্তু ইসলামি লেবাসধারী কাউকে পাইলাম না, তাহলে এগুলো কি?
এগুলা সব ধরা খাওয়া বোকা+লোভি পাবলিক, মুলত এরাই ভিকটিম। এদের মাঝে কিছুকে আপনি সর্বচ্চ দালাল বলতে পারেন, যারা নিজেরাও ধরা খাইছে সাথে নিজের পরিচিত, আত্মীয়, বন্ধু-বান্ধবদের কেও ধরা খাওয়াইছে। তাইবলে মুল পরিকল্পনাকারি???
এরা মুল পরিকল্পনাকারি নয়, মুল পরিকল্পনাকারিদের মাঝে কোনো লেবাসধারী নাই । সুতরাং এদেরকে দেখিয়েতো ইসলামী স্ক্যামার প্রমান হয় না।
৯| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
মুল পরিকল্পনাকারি হজে গেছে মুল পরিকল্পনাকারি হজে গেছে
১০| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২৩
আমি নই বলেছেন:
আমিও কিছু পিক দিলাম, এখানে সিইও, কো-ফাউন্ডার আছে। এর মাঝে ইসলামি স্ক্যামার কোনটা একটু জানান।
১১| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২৮
আমি নই বলেছেন: তো কেউ যদি চুরি করার পর চুরি করা টাকা দিয়ে হজ্ব করে তাইলে তারা ইসলামি স্ক্যামার !!!!
১২| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: আমাদের সতর্ক এবং সাবধান থাকা উচিত।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ওরা প্রচলিত মিডিয়াতে বা পৃন্টেড পত্রিকায় বিজ্ঞাপন দেয় না। মুলত ছিল ইসলামী স্ক্যামার। গোপনে টার্গেট করে মানুষকে নানা গল্প ফেঁদে মানুষকে কথিত সুদ বিহীন লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া গোষ্ঠি ছিল খাটি ইসলামী লেবাসধারি গং MTFE গং।
সেই সময়টায় প্রথমআলো ডেইলিস্টার মানবজমিন বিরতিহীন ভাবে গুজব ছড়াচ্ছিল যে ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’
ইসলামী ব্যাংক থেকে তুলে নেওয়া হচ্ছে হাজারকোটি টাকা, খালী হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক।
ধর্মপ্রাণ গ্রাহকরা তখন পাগলের মত কোটি কোটি টাকা উত্তলন করে বাসায় নিয়ে রাখা শুরু করে।
তখনই মোক্ষম সুযোগটা নেয় কথিত সুদ বিহীন দাড়ীটুপি ওয়ালা MTFE গং। কোন মিডিয়াই সতর্ক করে নি।
অতচ ব্যাঙ্কটির দেউলিয়া হওয়ার গুজব ছিল ভিত্তিহীন।
বছর শেষে ইসলামী ব্যাংক পিএলসির নিট মুনাফা হয়েছে ৬১৬ কোটি ৭০ লাখ টাকা।
কথিত ‘ভয়ংকর নভেম্বর’ প্রভাবে এত টাকা সরিয়ে নেয়ার পরও ২০২২ শেষে ব্যাংকের মোট ডিপোজিট ১,৪৭,০০০/ কোটি টাকা প্রায়। নিট মুনাফা প্রবৃদ্ধি ২৮.২৮%।
২০২২ সালের জন্য শেয়ারধারীদের ১০ শতাংশ ডিভিডেন্ট দিল ব্যাংকটি।
শুধু শেয়ার বিনিয়োগ না, ব্যাঙ্কটি গ্রাহকদের জমা (ডিপোজিট)ও বেড়েছে যদিও প্রথম আলো-ডেইলিস্টার কোন প্রমান ছাড়াই উলংগ মিথ্যা বলে গেছে 'দিন দিন কমছে'।