নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগোপন জীবনের ওপিঠ।

সা-জ

ভবনা গুলো

সা-জ › বিস্তারিত পোস্টঃ

খবরের শিরোনাম ও ভাবনায় পার্থক্য

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

দেশ ছাড়ছেন শিক্ষিত তরুণরা
দেশ ছাড়ছেন শিক্ষিত তরুণরা---
কিছু কারণ দেখানো হয়েছে আবার কিছু সুবিধাও দেখানোও হয়েছে।
আমার কাছে মনে হয়।
ঋষি সুনাকের মতো অনেকে আছে যারা আজ যাচ্ছেন ইউরোপ-আমেরিকা-কানাডায়
আগামীতে হয়তো আমরা বলতে পারবো বাংলাদেশী বংশোদ্ভূত
কেউ না কেউ ভালো থাকবে। থাকতে চায়। ভালো থাকুক।
তবুও এই পৃথিবীর আলো বাতাস দেখুক, স্বপ্ন বুনন করুক আগামীর।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩০

কামাল১৮ বলেছেন: আমরা জাতিয়তাবাদী কিন্তু সাথে সাথে আমরা আন্তর্জাতিকতাবাদীও।এই দেশ যেমন আমার এই বিশ্বও আমার।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮

সা-জ বলেছেন: আমরা আন্তর্জাতিকতাবাদী

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:২৮

অধীতি বলেছেন: উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে পারলে, উচ্চ জীবন যাপন এমনিতেই গড়ে উঠত।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০২

সা-জ বলেছেন: উচ্চশিক্ষার মান নিয়ে কথার বলার সময় অনেক অনেক আগে শুনতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার জন্য নরসুন্দরের কাছে যতগুলো খুর/কাঁচি আছে ততগুলো বইও তাদের কাছে নেই। আর গবেষণা কি করবে তারা।
অনেক আগে শুনতাম--- এখন হয়তো শুনতে হবে গবেষণা করতে এখন বইই লাগে না লাগে ই-লাইব্রেরি।
তাই আমরা নতুন কোনো উদ্ভাবন খোঁজে পাই না। হয়তো বা সেই চোখই আমাদের নেই।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশের মূল সমস্যাগুলো অনেক গভীরে প্রোথিত, এগুলোর সহজ কোন সমাধান নেই। দেশে শিক্ষার হার বাড়ানো, আইনের সু-শানস, জীবন-যাত্রার মান উন্নয়ন ও আপামর জনসাধারেণর কর্ম-সংস্থানের সুযোগ সৃষ্টি করতে না পারলে সহসাই এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় নেই। যারা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশে ফেরেন, তাদেরকে দেশে পদে পদে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এটা একটা বিরাট সমস্যা, সেই সাথে নেই যোগ্য মূল্যায়ন। শিক্ষিত সচেতন জনগণ, জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থাকে আরো উন্নত ও আধুনিক করতে সহায়তা করতে পারে। তাতে অবশ্য পতিতা রাজনীতিবিদদের পেট চলে না। বাংলাদেশে এই অবস্থার অবসান হোক, দেশটি বাসযোগ্য হয়ে উঠুক, এটাই চাওয়া।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৪

সা-জ বলেছেন: এক জায়গায় সবার একটা মিল আছে।
প্রথমে সবাই প্রতিযোগিতায় প্রথম হতে চাই
তারপরি প্রতিকূল পরিবেশে পিছিয়ে যাই
অতপর সেই প্রতিযোগিতা থেকেই নিজেকে বিচ্ছিন্ন করি

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: শিরোনাম গুলো বিফলে যাচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৫

সা-জ বলেছেন: খবরের শিরোনামের কথা বলছেন কি?

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বছরে ৪০ হাজার না বছরে ৪ লাখ করে যাওয়া উচিত। এই দেশের উন্নতি হতে আরও ৫০ বছর লাগবে।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৭

সা-জ বলেছেন: যদি ৪ লাখ করে যায় বছরে তবে ৫০ বছর পরে তো ২০ কোটি চলে যাবে।
হয়তো ৫০ বছর পর উন্নত হবে,
তবে আমি আর মাটির উপরে থাকবো না
মাটির নিচে চলে যাবো।
তখন আর দেখতে পারবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.