নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার যা করার সে করবে
রাগ করে কি হবে
তাই বলে কি যাচ্ছে-তাই
হোক তার মনের মতই
শাসন করে বারণ করে
তাকে কি আর যায় থামানো
যাচ্ছে-তাই তার যা করার
সেগুলো যে সে করবেই।
আইন করে ভয় দেখিয়ে
যায় ঠেকানো চুরি ছিনতাই
হোক না হোক পুকুর চুরি
যার যা করার সে করবেই
সবাই যদি সভ্যই হবে
ভয়, বিচার, আইন ও শাসন
শব্দগুলো কোথায় যাবে
হারিয়ে যাবে! হারিয়ে যাবে!।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।