নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি কথায় কথা বাড়ে
আর খেলে বাড়ে বল
যদি গায়ে পড়ে হয় ঝগড়া
তবে ঘর ভেঙ্গে ভিটে ছাড়া।
দেখি চব্বিশের এই সময়ে
আচমকা ছাত্র ঘুর্ণিপাকে
আম জনতার হুঙ্কারে
তীব্র ঝড়ে গেল উড়ে
শুনি তবুও চট করে
কাছে থেকে আসবে ফিরে
বিশাল দরজা খোলা আছে
এসে ধরা না পড়লে
বলি প্রয়ল হয়ে সে
নাকি ফাটাবে নিজে
আছে পচা যত মন্ত্র
থলে ভরা তার যন্ত্র
©somewhere in net ltd.