![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় লিখি , লিখতে ভালো লাগে তাই লিখি , আপনার ভালো লাগলে আমি খুশি :) আমার ব্লগ, আমার মুক্ত ক্যানভাস !!!কপি পেস্ট মুক্ত ।দয়াকরে কেউ না বলে কপি করবেন না ।।।
এনিমেশন মুভি লাভারদের জন্য চরম একটি মুভি Hotel Transylvania
মানুষদের থেকে লুকানো ডারকুলাদের জন্যে হোটেল “Hotel Transylvania” এখানে ভয়ানক মানুষদের থেকে রক্ষা পেতে পরিবারকে সাথে নিয়ে ঘুরতে আসে ডারকুলারা । আর এ হোটেলে বড় হতে থাকে হোটেল মালিকের মেয়ে “ম্যাভিস” ।ভয়ানক মানুষদের থেকে লুকিয়ে রেখে ,আদর যত্নে বড় হতে থাকে ম্যাভিস ।তার বাবা সাজানো নাটকের মাধ্যমে মানুষের ভয়ানক পরিচয় তুলে ধরে । ম্যাভিসের ১১৮ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন অতিথিদের আমন্ত্রণ জানানো হয় । একে একে সবাই আসতে থাকে ।হথাত০ পর্বত আরহি ,দড়ি ছিঁড়ে বিভিন্ন অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে ২১ বছরের এক বালকের আগমন ঘটে Hotel Transylvania তে । আর শুরু হয়ে যায় বিভিন্ন রসাত্মক কাহিনী । ডারকুলাদের থেকে লুকিয়ে রাখতে তাকে দেওয়া হয় ডারকুলা বেশ । ধীরে ধীরে ম্যাভিসের সাথে জনাথনের বন্ধুত্ব গড়ে ওঠে । জনাথন এর কাছে শিখতে থাকে উচ্ছলতা । এভাবে বিভিন্ন রসাত্মক কাহিনীর মধ্য দিয়ে মুভিটি এগিয়ে যায় । দেখে নিতে ডাউনলোড করে নিতে পারেন ।
movie trailor: http://www.youtube.com/watch?v=xkRT21JOF74
torrent download link : Click This Link
২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:২৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪
বেথুন বলেছেন: মজার মুভি, ভালো লগছে !!!!!!