নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন ভোলা

সুবল চন্দ্র বর্মন

সাহিত্যিক ছদ্মনাম - শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য

সুবল চন্দ্র বর্মন › বিস্তারিত পোস্টঃ

সংস্কার আত্মবিশ্বাসের মূলমন্ত্র

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৭




সবাই বলে, ভবিষ্যৎ দেখা যায় না। কিন্তু আমি বলি, ভবিষ্যৎ বর্তমানের চেয়েও স্পষ্ট দেখা যায়। তোমার দৃঢ় সত্য আত্মবিশ্বাস, কর্মনিষ্ঠতা, একাগ্র চিত্ততা যা স্বপ্নের অভিমুখে বেগবান, তা অবশ্যই তোমার অর্জিত হবে। এ বিষয়ে কোন সন্দেহ নেই। যদি তুমি নিজেই আত্মস্থ না হতে পার, তাহলে তুমি অনেক আগেই হেড়ে গেছো। এ আত্মবিশ্বাস অর্জনের জন্য অবশ্যই তোমার সংস্কার আবশ্যক। যা পারিবারিক ভাবে সবাই পেয়ে থাকে। আর পারিবারিক সংস্কারই তোমার সমগ্র জীবনের বেঁচে থাকার উন্নত নিদর্শন সম্পর্কে পরিচয় করিয়ে দেবে।

আসল কথা হচ্ছে সংষ্কার কি? সংষ্কার এরূপ জিনিস যা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে। যেটা থেকে তুমি সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য, জীবন দর্শন, প্রভৃতি সম্পর্কে তত্ত্বগত আত্মস্থ হবে। এ বিষয়ে ধর্ম জ্ঞানই বিশেষ ভূমিকা পালন করে। যে পরিবারে বাবা-মা যেমন সংষ্কারে গঠিত, তাদের সন্তান-সন্তান্তী সে ভাবেই গড়ে ওঠে। সন্তানদের আত্মবিশ্বাসও সে ভাবেই গঠিত হয়। সন্তানদের জীবনের প্রায়োগিক বিষয় ও লক্ষ্যগুলো সে ভাবেই প্রকাশিত হয়।
আজ কালকের বাবা-মা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিজে হাতে এনে দিতে চায়। প্রত্যেক বাবা-মা'ই চায় তাদের সন্তান যেন সবচেয়ে সুখী হয়। এটা যেন হয়,সেটা যেন হয়, ওটা যেন হয়। এটা তাকে হতে হবে। এরূপ চিন্তা করাই বাবা-মা'র ভুল। বরং সন্তানদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাসে নজর দেওয়া উচিৎ। সন্তানদের আত্মবিশ্বাসী করে তুললে তারা নিজে থেকেই নিজের লক্ষ্যে দৃঢ় হবে। এর জন্য চাই বাবা-মা'র সংষ্কার ভিত্তিক কিছু অনুসাশন।
যদি বাবা-মা এরূপ হয় যে, তারা সন্তানদের পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জনের চেয়ে সেটা বরং বিনা পরিশ্রমে হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। তাহলে সন্তানরা কি শিখবে। তারা অর্জনের গুরুত্বই বুঝবে না। তাদের কাছে উত্তম ও শ্রেষ্ঠত্বের পার্থক্যই থাকবে না। কঠর সংগ্রাম ও পরিশ্রমের অর্জন কত যে গর্বের হয়! কত যে আনন্দের হয়! তা তারা বুঝতেই পারবে না। ঠিক পরবর্তী প্রজন্মে এটা আরো বেশি করে ঘটতে থাকবে। এরাই পরবর্তীতে দূর্নীতিতে জড়িয়ে পরবে।
যেমন- আজকের শিক্ষা ব্যবস্থা। বাবা-মা ধর্না দেয় বড় বড় কোচিং সেন্টার, কোন দায়িত্বরত উচ্চতর কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারে। অসদ উপায় অবলম্বন কর। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষও অনেকটাই দায়ী। যদি এভাবে ছেলে-মেয়েরা তাদের আত্মবিশ্বাস অর্জনে বাঁধাগ্রস্থ হয়, তবে ভবিষ্যৎ তাদের কি হবে? মেধার অবক্ষয় ও অবমূল্যায়ন হবে। ফলে সমাজ তথা সমগ্র জাতি এর অবস্থার শিকার হবে।
শ্রমলব্ধ দিনান্তে আহার্য একটা রুটি আপন শৌর্য, বিনাশ্রমে প্রাপ্ত রাজভোগ অত্যন্ত অনার্য। আপন শৌর্য বা বীর্যে কোন কিছু অর্জনই বীরত্ব ও পরাক্রম। এতে যেমন নিজ পৌরষত্বের গর্ব, তেমনি আপন আত্মবিজয়ের রঙিন আভার পরিষ্ফুটনও বটে। এ অর্জনে খ্যাতি, বিত্ত ও আত্মবিশবাস আরো দৃঢ় হয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:




এখনো কি বাবার হোটেলে আছেন?

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৭

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আমার সমসাময়িক প্রবন্ধটি কি জিজ্ঞাসা মূলক? তথা কথিত আপনার জিজ্ঞাসার তৃষ্ণা নিবারন করছি। কে এমন জন আছে যারা মা-বাবা কিংবা কারো আশ্রয়ে পালিত হয়নি? হতে পারে দুদিন কম বা বেশি। আশ্রয় তাকে করতে হয়েছেই। হয় তাকে শিক্ষা জীবনের শেষ পর্যন্ত নয়ত শিক্ষা জীবনের আংশিক সময়। আবার এর মধ্যে এমন কেউ আছে, যারা মা বাবার পরিচয়ই জানে না। এরাও রাস্তায়, বস্তিতে কোথাও না কোথাও কারো না কারো সাহায্যে বা আশ্রয়ে থেকে প্রতিপালিত হয়ছে। আমার প্রবন্ধটি কেবল এক মুখী বিষয় নিয়ে আলোচিত নয়। আজকে যে বাংলাদেশ তথা সমস্ত বিশ্বে জঙ্গিদের নাসকতা, তা বাবা মার অনুসাশনের শিথিলতারই ফলাফল। তাদের মধ্যে আধিআংশ উচ্চ বিত্ত কিংবা ক্ষমতাশালী পরিবারের।
আবার এমন জনও আছে যারা বাবার টাকায় পড়েছে। চাকুরিও নিয়েছে বাবার টাকায়। ক'জন আছে যারা সম্পর্ণ নিজের ভাগ্য নিজের হাতেই গড়েছে। যারা গড়েছে আমি তাদেরই জয়গান করেছি। তাদের সংস্কারের তাড়িফ করছি। এ দেশে ৭০ থেকে ৯০ ভাগ লোক সরকারি চাকুরির জন্য দুর্নীতির দাঁড়স্থ হয়। আমি তাদের উদ্দেশ্যই বলছি। এর জন্য দায়ী তাদেের অবিভাবকরা নিজেই। এর সাথে জড়িত সরকারি ব্যবস্থাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.