নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিভাজনে বিভাজিত সমূদ্র সৈকতের বালুতে লুকানো আমি এক টুকরো মানবী

শাহিদা খানম তানিয়া

একজন ক্ষুদ্র কবি ও লেখিকা

শাহিদা খানম তানিয়া › বিস্তারিত পোস্টঃ

অচেনা কবি/

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৭


টুপ করে ঝরে পরে বৃষ্টি
চুপ করে মিশে যায় কৃষ্টি।
ইচ্ছেরা হয়ে ওঠে বন্য
চেনা ক্ষণ হয়ে যায় অন্য।
কাঁচের চুরি ভাঙ্গে ঝনঝন
দক্ষিণা বাতাস বহে শনশন।
কষ্টেরা উরে যায় দূর দেশ
স্বপ্নেরা রেখে যায় তার রেশ।
তারা জ্বলে নিভে ঐ আকাশে
চাঁদ ভালোবাসে কত প্রকাশে।
নিটল পানিতে আঁকা নিজ ছবি
নিরবে দাঁড়ায় পাশে অচেনা কবি।
তানিয়া
০৩/১২

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ এক ভাবনার প্রকাশ কবি আপু

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ ভাইয়া :)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি
ভালোবাসা রইলো

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: তোমার জন্য সপ্ত আশ্চর্যময় আদর। ধন্যবাদ সোনা মেয়ে!

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্ত্যামিল সুন্দর হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০২

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ ভাইয়া :)

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: নিরবে দাঁড়ায় পাশে অচেনা কবি।
নিজেকে এমন ভাবতে ভালই লাগে!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: তাই নাকি!!
শুভকামনা :)

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ ভাইয়া :)

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

ST COVER SONG বলেছেন: nyc

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ ভাইয়া :)

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

বাকপ্রবাস বলেছেন: দারুণ

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ :)

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬

নার্গিস জামান বলেছেন: আপু, অনেক সুন্দর :)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ আপু :)

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫

নীল আকাশ বলেছেন: ছন্দ কবিতা ভালোই তো লিখেছেনে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ ভাইয়া :)

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

ওমেরা বলেছেন: কবিরা যা দেখে তাতেই তাদের মনে কবিতা আসে , সাধারন একটা জিনিসও কল্পনার রংগে শব্দের ছন্দে কত চমৎকার করে সাজিয়ে তোলে ।
কবিতা খুব সুন্দর হয়েছে । অনেক ধন্যবাদ ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

শাহিদা খানম তানিয়া বলেছেন: আপনার মন্তব্যটি খুবই প্রাণবন্ত! খুব ধন্যবাদ :)

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: মিল দিয়ে দিয়ে খুব সুন্দর করেই লিখেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ ভাইয়া :)

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো আপনার অচেনা কবির পরিচয় পর্ব।
পোস্টে পঞ্চম লাইক।
শুভকামনা জানবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪২

শাহিদা খানম তানিয়া বলেছেন: আপনার মন্তব্যটিও অনেক ভাল লেগেছে। পঞ্চম লাইকের জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য খুব ধন্যবাদ। যেটা দিতে আমি লগ ইন করে এই মধ্যরাতে ল্যাপটপে বসে গেছি। :)

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ ভাইয়া :)

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৪

মুক্তা নীল বলেছেন:
ছন্দময় কবিতায় ভালোলাগা এবং ছবিটি খুব সুন্দর
হয়েছে । শুভেচ্ছা রইলো আপনার জন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ আপনাকেও :)

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্য আবার আসা। মধ্যরাতে ল্যাপটপ নিয়ে কমেন্ট করতে করতে বাধ্য করার জন্য ক্ষমাপ্রার্থী। ব্যক্তিগতভাবে আমার কাছে ঘুম ভীষণ প্রিয়। ব্লগিং করতে পছন্দ করি ঠিকই কিন্তু ঘুম নষ্ট করে নয় হাহাহা....

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৫

শাহিদা খানম তানিয়া বলেছেন: কিছু বাধ্য হতে ভালো লাগে। পঞ্চম লাইকটা যেমন পছন্দেরই থেকে যাবে। সো ক্ষমা টমা সব বাদ। হাসি হাসি সব সময়। ভাল থাকুন। :)

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: আপনার এই কবিতাটি পরের সংকলনে ( ডিসে-০১-১৫ )তে থাকবে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ দাদা! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.