নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমার মত থাকতে দাও

ঘুমের রাজ্জ্য

অামি খুব সাধারন মানুষ

ঘুমের রাজ্জ্য › বিস্তারিত পোস্টঃ

ভন্ড মৌলভী হতে সাবধান আর জঙ্গীবাদ হতে সাবধান

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৫

আমার আপনার এলাকাতে বিভিন্ন মসজিদের মৌলভী সাহেবরা বক্তৃতাকালে কখনো কখনো বলেন, "হাদীছে আছে।অর্থাৎ মানুষকে বোঝানোর জন্য তারা হাদীছে আছে বলে উদ্ধৃতি দিয়ে থাকেন।আর অতি সাধারন মুসল্লীরা ঐ কথাগুলো শুনে ও আমল করে সিরাতে মুস্তাক্বিম থেকে বের হয়ে যাচ্ছে।কোন মাসআলা বলার ক্ষেত্রে কিছু মৌলভীরা তাদের মস্তিষ্ক প্রসূত কথাগুলো হাদীছে আছে বলে জায়েজ করার অপচেষ্টা করছে। যারা কথায় কথায় হাদীছে আছে বলেন,তারা দয়া করে হাদীছের নাম ও নম্বর /অধ্যায় উল্লেখ করে দিবেন। তাহলে আমরা মিলিয়ে দেখতে পারি, আপনি সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন।আর মুসল্লিদের বলছি, হাদীছে আছে বললেই ফিদা হবেন না।জেনে নিবেন হাদীছের নাম,নম্বর /অধ্যায়।নতুবা আপনি হুজুরের দোহাই দিয়ে পার পাবেন না। হুজুরদের বলছি,আপনাদের হাদীছে আছে কথাগুলো সত্যিই অনেক সময় হাদীছে থাকে,আবার অনেকগুলো হাদীছের বারান্দায়ও পাওয়া যায় না। রসুল (সঃ) এর নামে মিথ্যা বলে জান্নাত পাওয়া যাবে না।তাই আসুন ভন্ড আলমেদরে পরহিার করি, জঙ্গীবাদ হতে দুরে থাকি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.