![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগঠক, অভিনেতা, ব্লগার, স্যোসাল মিডিয়া এক্টিভিস্ট, ডিজাইনার
পিলখানা: ষড়যন্ত্র, নাটক আর এক বানরের দোল —
পিলখানা হত্যাকাণ্ডকে আমরা অনেকেই বছর ধরে রাজনৈতিক প্রোপাগাণ্ডা হিসেবে উড়িয়ে দিয়েছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাপ্রবাহ এমন কিছু টুকরো ছুড়ে দিচ্ছে যে—এতে কেউ কেউ ভারতীয় গোয়েন্দা প্রতিষ্ঠানের (র-এর) অংশগ্রহণের কথা বলছেন; আবার অন্যদিকে, সেখানে নাম জড়াচ্ছে দেশের বিখ্যাত স্টেরয়েড-চালিত শোম্যান সোহেল তাজেরও। যেভাবে সবকিছু মিলে না—তাতে একরকম কৌতুক-মিশ্রিত নাটক দেখা যাচ্ছে।
লেখচিত্র—র কি আছে, নাকি নেই?
পিলখানা হত্যাযজ্ঞের মর্মে আছেন প্রশ্ন আর সন্দেহ। আন্তর্জাতিক পর্যায়ের কিছুকিছু বিশেষজ্ঞ বলছেন—এমন জটিল অপারেশনে বিদেশি গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ যুক্তিযুক্ত মনে হতে পারে। তবে এটা ছাড়া অন্য কথাও কম হাস্যকর নয়—ধুরন্ধর সংস্থা কী করে এমন ঘটনা ঘটাতে দেশের মাঠের সবচেয়ে ‘ঠাণ্ডা মাথা’ বদমাশদের বোঝানো ছাড়াই একরকম পেশী-শোস্টারদের (হ্যাঁ, সোহেল তাজদেরই ইঙ্গিত) ওপর ভর করবে?
এখানে দ্বৈত যুক্তি কাজ করে: একদিকে ষড়যন্ত্রপন্থীরা আর্গুমেন্ট দেন—“র-এর মতো সংস্থা পারফেক্ট প্ল্যান করতে পারে।” অন্যদিকে হিউমারিস্টেরা কটাক্ষ করেন—“র-এর লোকেরা কি জিমের ওজন উত্তোলন ইভেন্ট হোস্ট করবে?” ফলাফলে মিশে যায় সন্দেহ, কৌতুক আর রাজনীতির রঙিন বর্ণ।
সোহেল তাজ—পুরষ্কৃত নাটকী না নকশা করা বলি?
সোহেল তাজ—একজন মানুষ যিনি নিজের শরীর আর স্টেজ-হিসাব দিয়ে মানুষের চোখ ধরেন। তিনি হয়তো ভাবতেন—নিজেকে ঘষলে পরিচিতি মেখে যাবে; কিন্তু ইতিহাস এবং রাজনৈতিক মশাল খুঁজে ফেরে না। তদন্ত দল তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বসাতে সাহস দেখায়—এমনকি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া পর্যন্ত ঘটনা ঘটেছে। ভাবুন তো—পেশির জোরে নাম করা মানুষটিকে প্লেনে উঠতেই বাধা! এখানে কমেডির এবং ট্র্যাজিকোর মিশেল একসাথে দেখা যায়।
তাই তাঁর পরবর্তী কৌশল স্পষ্ট—ক্ষমতাসীনদের মন জয় করতে নাচাবাস, কসরত আর গালিগালাজ—সবই সাজানো হাস্যরস। তিনি হয়তো এখন নিজের নামের পাশে ‘নাট্যশিল্পী’ লেবেল জুড়তে মরিয়া। কিন্তু প্রশ্ন হলো—কতটা সফল হবে? যারা রাজনীতির আসলে খেলা জানেন, তারা জানেন: পুতুলকে যখন দরকার নেই, তখন পুতুলকে গুটিয়ে ফেলা হয়।
বদলে যাওয়া পরিপ্রেক্ষিত—কোথায় শেষ ফল?
পিলখানা হত্যার রক্তের দাগ সময়ের সঙ্গে মুছবে না। এমন অভিযাগ, সন্দেহ আর তালিকা—সবই শেষ পর্যন্ত কাউকে দায়ী করতেই চায়। সোহেল তাজ কি সেই দায়ী নাম হবে? কেউ নিশ্চিত করে বলতে পারবে না; তবে বাস্তবতা বলছে—যতই তিনি ছেলেখেলা করেন, ক্ষমতাসীন মহলের চোখ থেকে সরতে পারবেন না। তার পিতার শত্রুদের মনে রাখা, ইতিহাসের বদলা-চাহিদা—এসব মিলিয়ে তাঁর মুক্তি মোটেই সহজ হবে না।
এখানে এক ব্যঙ্গকরী প্রবাদ প্রাসঙ্গিক: ‘হনুমানের পাছা জন্ম থেকেই লাল।’ বানর তার নিজের পাছা যতই থাপড়ে লাল করুক—সে বানরই থাকবে। সোহেল তাজ যতই কসরত দেখাক, যতই নাটক সাজাক—তিনি কিছুতেই ‘দলের একজন’ হয়ে উঠবেন না; তিনি থাকবে এক বহিরাগত, এক সন্দেহভাজন চরিত্র।
রাজনীতি, নাটক ও নায়কের পরিণতি
পিলখানা কাহিনি—শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়; এটি রাজনীতির, ষড়যন্ত্রের ও ব্যক্তিগত নাটকের সমন্বয়। এখানে আছে আন্তর্জাতিক অনুমান, আছে ভেতরের খেলোয়াড়দের চাল, আছে একটি নাম—সোহেল তাজ—যিনি হয়তো একসময় নিজের অতীত ভুলে যেতে চেয়েছিলেন, আর এখন সেই অতীতই তাকে ঘিরে রেখেছে।
ব্যঙ্গাত্মক করে বললে—রাজনীতির মঞ্চে কখনো কখনো বানরের দোল দর্শককে বেশি আকর্ষণ করে; কিন্তু শেষ সংশ্লেষে, মঞ্চ থেকেই সেই বানরকে নামাতে কখনো দ্বিধা করে না নায়করা। পিলখানা মামলায় যদি ইতিহাসের জাল টুকরো হয়ে ওঠে—তবে সেই জালের এক কোণায় সোহেল তাজের নাম লেখা থাকতে পারে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: রানা ভাই ধন্যবাদ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২১
সৈয়দ কুতুব বলেছেন: বিডিআর হত্যাকান্ডে শেখ হাসিনার কি ভুমিকা ছিলো? জানেন নাকি?
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: একজন প্রধানমস্ত্রী হিসেবে যে করার দরকার ছিল, ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬
শ্রাবণধারা বলেছেন: আপনার এই লেখাটা পড়ে এবং উপরে সৈয়দ কুতুবের মন্তব্যের উত্তর পড়ে মনে হলো, সোহেল তাজ নয়, তার চেয়ে অনেক বড় বানর আপনি নিজেই। কিন্তু সেটা ঠিক ঠাওর করে উঠতে পারছেন না।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৩
এস.এম. আজাদ রহমান বলেছেন: শ্রবণধারা আপনাকে ধন্যবাদ, সবাই কি আর সবাইকে চিনতে পারে? বিশেস করে জাতি ভাই হলে না হয় ...
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০২
নতুন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: বিডিআর হত্যাকান্ডে শেখ হাসিনার কি ভুমিকা ছিলো? জানেন নাকি?
লেখক বলেছেন: একজন প্রধানমস্ত্রী হিসেবে যে করার দরকার ছিল, ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ
উনি আর্মি, কমেন্ডোকে বসিয়ে রাখে তার আয়ামীলীগের সূর্য সেনাদের পাঠিয়েছেন নেগসিয়েসন করতে। এবং অফিসার হত্যার পরে খুনিদের পালিয়ে যেতে সেফ প্যাসাজ দিয়েছিলেন তিনি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: হয়তো আপনার বক্তব্যই ঠিক! তবে আমি দেখেছি উনি শেষ পর্যন্ত বিচার করার চেষ্টা করেছেন, এবং রায়ও হয়েছিল।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৮
নিমো বলেছেন: @নতুন, দেশে তদম্তের নামে অকারণে অর্থ আর সময় অপচয় কেন করা হচ্ছে বলুনতো। আপনি, কুতুব সহ আরও কয়েকজনতো দেখি দেশের সকল চাঞ্চল্যকর ঘটনার সব কিছু প্রমাণ সহ জেনে বসে আছেন। তো আদালত আপনাদের সাক্ষ্যের ভিত্তিতেই রায় দিয়ে বিচার কেন করে ফেলছে না।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
এস.এম. আজাদ রহমান বলেছেন: আপনার কথা মত দেশ যখন চলবে, তখনই আপনি আপনার মত করে মত প্রকাশ করতে পারবেন। অযথা অন্যের দোষ দিয়ে আর কি বলে বলুন, ধন্যবাদ
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
সৈয়দ কুতুব বলেছেন: নিমো@সাহারা খাতুনের ৪৮ ঘনটা এখনো শেষ হলো না ? । সাহারা খাতুনের এলাকায় একবার গিয়েছিলাম। মানুষ উনাকে আসতে যেতে গালি দেয়। সবগুলো রোড ভাঙা ছিলো। যখন তিনি বেচে ছিলেন তখনকার ঘটনা ; এখন জানি না ।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১১
এস.এম. আজাদ রহমান বলেছেন: মানুষ যা চায় নেতারা ইচ্ছে থাকলেও সব দিতে পারেনা প্রিয় কুতুব ভাই।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮
নিমো বলেছেন: @কুতুব, আওয়ামীলীগ তার কৃতকর্মের ফল ভোগ করছে। আেনও সহ অনেক প্রমাণ সহ সবজান্তা সাক্ষীর পরও বিচার কেন হচ্ছে না।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১২
এস.এম. আজাদ রহমান বলেছেন: ঐযে বললাম- যে যায় লঙ্গায় যে হয় রাবন!
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২২
নতুন বলেছেন: @নিমো :- আমরা আয়ামী, পাকি বা ভারতীয় চশমা পরিধান করি না। যেহেতু শেখ হাসিনা বন্দনা করিনা। তাই প্রশ্ন করতে পারি।
রাজনিতিক দলের কর্মীরা তাদের নেতার কোন কাজের সমালোচনা করতে পারেন না।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৪
এস.এম. আজাদ রহমান বলেছেন: সঠিক বলেছেন - ধন্যবাদ।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫
সৈয়দ কুতুব বলেছেন: নিমো@আপনি যদি এক বছরের মাঝে বিচার চান তবে শরিয়াহ আইন ছাড়া উপায় নাই। ধরলাম আর হাত কেটে দিলাম ।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৬
এস.এম. আজাদ রহমান বলেছেন: কুতুব ভাই সঠিক বলেছেন।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬
নিমো বলেছেন: @নতুন, আপনিতো প্রশ্ন করেন না। ঘটনার সরলরৈখিক বর্ণনা দেন, যেন নিজেই সেখানে উপস্থিত। নিজের চশমার রংতো নিজে বলতে পারার কথা না। সেটা অন্যে বলতে পারে। মধ্যপ্রাচ্যের চশমা আর বালিঝড়ে উটের মত মুখ গুঁজে সবজান্তার ভাব নাই বা ধরলেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৭
এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২
নিমো বলেছেন: @কুতুব, আমি কেবল বিচার চাই না, ন্যায্য বিচার চাই। একটা ঘটনার অনেকগুলো দিক থাকে। তাই সেটা না দেখে কেউ যদি যুক্তিহীন ভাবে এটা ঘটেছে, সেটা ঘটেছে বলেন তাহলে সেটার মোটিভ কী সেটাওতো বলবেন। তা না খালি যুক্তিহীন দাবি আর অন্যর চশমার রং খুঁজে আর রাজনৈতিক কর্মী দাগিয়েই ফাঁপা বেলুন হবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২০
এস.এম. আজাদ রহমান বলেছেন: ন্যায্য বিচার সবাই চাই, ধন্যবাদ
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: এখন দেশে শেখ হাসিনা নেই, দেশে অতীতে যা খারাপ ঘটেছে, এবং সামনের দিন গুলোতে যত খারাপ কিছু ঘটবে- সব দোষ শেখ হাসিনাকে দিয়ে দিবেন। ব্যস।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২১
এস.এম. আজাদ রহমান বলেছেন: তবুও তাদের মন ভরবে না রাজীব ভাই।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৭
আলামিন১০৪ বলেছেন: ভারতের ২০০১ সালে সীমান্ত যুদ্ধে পরাজয়ের নির্মম প্রতিশোধ এই বিডিআর হত্যাকান্ড আর শেখের বেটি ভারতের পরামর্শে সেনাবাহিনীর অভিযান থামিয়ে রাখে।
ভারতের পরামর্শ মেনে নির্দেশনা দেওয়ার অপরাধে হাসিনাকে বিচারের সম্মুখীন করতে হবে।
এটাতে র’ এর সংশ্লিষ্টতা সুস্পষ্ট, তবে ভাসুর এর নাম মুখে আনতে নেই।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৮
এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ আলামিন ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩১
রানার ব্লগ বলেছেন: একদিকে মানুষ মরে, স্বার্থবাদীরা গুটি নাড়ে।