![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগঠক, অভিনেতা, ব্লগার, স্যোসাল মিডিয়া এক্টিভিস্ট, ডিজাইনার
“ভোট নয়, ভেসে থাকাই নীতি”
(ইউনূস সরকারের নতুন তত্ত্ব: অন্তর্বর্তীকাল = অনন্তকাল)
শুরুর দৃশ্য:
ড. ইউনূস জাতিসংঘের ফাঁকেফাঁকি করে জেটিও’র সাংবাদিক মেহেদি হাসানকে সাক্ষাৎকার দিলেন। মেহেদি জিজ্ঞেস করলেন—
“নেপাল ছ’মাসে নির্বাচন দিচ্ছে, আর আপনারা দিচ্ছেন না কেন?”
জবাবে ইউনূস:
“আমাদের তো সময়ের কোনো ডেডলাইন নেই, আমরা টিকে থাকব যতদিন দরকার।”
অর্থাৎ: অন্তর্বর্তী সরকার = চাইলে স্থায়ী সরকারও হতে পারে।
৫, ১০, ৫০ বছর? চলুক চলুক!
সাক্ষাৎকারে ইউনূস সাহেব জানালেন,
“কেউ কেউ চান আমরা ৫, ১০, এমনকি ৫০ বছর থাকি।”
এটা শুনে মনে হলো—
ভোটবিহীন সরকার এখন Netflix সিরিজের মতো—
কত সিজন চলবে, সেটা দর্শক নয়, প্রযোজকই ঠিক করে।
সংস্কার → বিচার → নির্বাচন = মিরাকল ফর্মুলা
ইউনূসের ঘোষিত তিন ধাপের জাদুমন্ত্র:
১। সংস্কার (কত বছর? জিজ্ঞেস করবেন না)
২। বিচার (কত জন? জানবেন না)
৩। নির্বাচন (আসবে, তবে Coming Soon পোস্টার ঝুলছে এখনো)
এটা শুনে মনে হয়-
আগে বাড়ি রঙ করা হবে, তারপর ফার্নিচার পাল্টানো হবে, শেষে দেখা যাবে ঘরে আসল মালিক ঢুকতে পারল কিনা।
গণতন্ত্র নয়, সুশাসন!
যারা গণতন্ত্র চাচ্ছেন, তাদের উদ্দেশে বার্তা:
“এখন গণতন্ত্র নয়, এখন চাই সুশাসন।”
এ যেন এমন—
খাবার চাইলে মা বললেন,
“খাবার পরে, আগে রান্নাঘরের ফেং শুই ঠিক করি।”
নেপাল বনাম বাংলাদেশ
মেহেদির প্রশ্ন: নেপাল ছয় মাসে নির্বাচন দিচ্ছে, বাংলাদেশে কেন এত দেরি?
ইউনূসের উত্তর:
“আমাদের কাজ অনেক, সময়ও লাগবে অনেক।”
মানে দাঁড়াল—
পাহাড়ি দেশগুলো দ্রুত ভোট দেয়, সমতল দেশে ভোট দিতে গেলে পা পিছলে যায়।
শেষকথা: গণতন্ত্রের পাসওয়ার্ড সরকারের হাতেই
অন্তর্বর্তী সরকার এখন “অন্তহীন সরকার”-এর দিকে এগোচ্ছে।
জনগণ দর্শক, ভোটবাক্স স্টোররুমে, আর লক খুলতে যে কোডটা লাগে— সেটা শুধু সরকারের কাছেই।
**এক লাইনের ব্যঙ্গ সারমর্ম:
**“নির্বাচন হবে— তবে সরকার যখন চায়, জনগণ যখন নয়।”
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:০২
এস.এম. আজাদ রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব মানুষ হিসেবে ভালো নয়।