![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগঠক, অভিনেতা, ব্লগার, স্যোসাল মিডিয়া এক্টিভিস্ট, ডিজাইনার
সেন্টমার্টিনে সাবমেরিন রিসোর্ট: সরকারের কূটনৈতিক "উদ্ভাবন"
বাংলাদেশের কূটনীতির ইতিহাসে আজ হয়তো সোনালী অক্ষরে লেখা থাকবে — "দেশ বিক্রি করা যায়, তবে এক ধাপে নয়, ধাপে ধাপে!"
যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে: সেন্টমার্টিন দ্বীপের এক-তৃতীয়াংশে প্রথমে প্রমোদ কেন্দ্র, পরে ধীরে ধীরে সাবমেরিন ঘাঁটি।
মানে, আজ ককটেল, কাল কামান।
সরকারি সূত্র বলছে, "আমরা সরাসরি বিরোধিতা করছি না, চীন-ভারতের প্রতিক্রিয়া দেখে সিদ্ধান্ত নেব।"
অর্থাৎ, দেশটা এখন আত্মীয়পক্ষের বিরিয়ানির দাওয়াতের মতো—কে আগে আসবে, কে পরে আসবে, সেটাই নির্ধারণ করবে ভাগ্য।
এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রথম ধাপে দ্বীপে বিদেশিদের জন্য "প্রমোদ কেন্দ্র" হবে। সাধারণ মানুষ ঢুকতে পারবে না।
অর্থাৎ, দেশের মানুষ নিজের দেশের সমুদ্রদ্বীপে যাবে ভিসা নিয়ে!
তারপর আসবে মূল পরিকল্পনা—সাবমেরিন ঘাঁটি।
প্রথমে স্নানঘর, পরে সাবমেরিন।
কে জানে, শেষ ধাপে হয়তো পাসপোর্টে "সেন্টমার্টিন ইমিগ্রেশন" খুলেই দেবে।
সরকারের কূটনীতি?
দেখতে অনেকটা সেই ছাত্রের মতো, যে পরীক্ষার হলে প্রশ্নপত্র দেখে সিদ্ধান্ত নিচ্ছে—নকল করবে পাশের থেকে, নাকি খাতাই জমা দেবে খালি।
কূটনৈতিক মহল বলছে, "এটা যেমন সুযোগ, তেমনি ঝুঁকি।"
কথাটা শোনালেও অনেকটা এরকম—বাড়ির একতলায় ওয়েস্টার্ন রেস্টুরেন্ট, ছাদে মিসাইল ডিপো, মাঝের ফ্লোরে কূটনৈতিক অফিস।
সত্যি বলতে কী, সেন্টমার্টিনের নীল জলে এখন শুধু পর্যটকের নৌকা ভাসবে না, ভাসবে সুপারপাওয়ারদের ভেসে থাকা যুদ্ধজাহাজ। আর সরকার বসে থাকবে চায়ের কাপে ঝড় তুলে—“চলুক, সুযোগও থাকুক, ঝুঁকিও থাকুক!”
শেষ পর্যন্ত হয়তো ভবিষ্যতের পর্যটক গাইডবুক লিখবে:
"Welcome to St. Martin — The only island where you can enjoy both scuba diving and submarine parking!"
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৪
এস.এম. আজাদ রহমান বলেছেন: সত্য যখন পছন্দের বাইরে যায় তখন কপি পেস্ট মাস্টরদের অনেক কিছুই মনে হয়।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: Click This Link পড়ে দেখতে পারেন।
২| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: কোনো রেফারেনস নাই কেন ? এগুলো কি লিখেন ? আপনি গোলাম মাওলা রনির মুরিদ নাকি ?
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: Click This Link পড়ে দেখুন।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৭
এস.এম. আজাদ রহমান বলেছেন: কুতুব ভাই আমি কারো মুরিদ না, ধন্যবাদ কমেন্টস করার জন্য।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
অনেক বালছাল লেখে আপনি ই্তিমধ্যে ছাগলে পরিণত হয়েছেন।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৭
এস.এম. আজাদ রহমান বলেছেন: আপনার বোধ করি মাথায় সমস্যা আছে।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৬
নতুন বলেছেন: আপনার ঐ লেখাতেও কোন রেফারেন্স নাই।
সরকারি সূত্র জানায়,কূটনৈতিক মহল বলছে, প্রস্তাব অনুযায়ী,বিশ্লেষকরা মনে করছেন,
এই প্রত্রিকার ইমেল ঠিকানা [email protected] জিমেল ব্যবহার করে।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৫
আমি নই বলেছেন: এই গুজবের জন্য দুঃখ্য প্রকাশ করে কবে পোষ্ট দিবেন?
এটা কি আপনার পত্রিকা নাকি?
৬| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরবর্তী ধাপে ওই এলাকা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র শুরুতে
পুরো সেন্টমার্টিন দ্বীপ লিজ নিতে চেয়েছিল, সর্বশেষ প্রস্তাবে কেবল এক-তৃতীয়াংশ এলাকা দাবি করা হয়েছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া ও জনমত বিবেচনায় তারা ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে চায়।
পত্রিকার কপি পেষ্ট ।
........................................................................................................................................
এসব ঘটনা আগেই ঘটে ,আমাদের নোটিশ না করেই!!!
পরবর্তীতে ৯/১০ বৎসর পর বাস্তবায়ন হলে আমাদের কিছুই করার থাকেনা ।
যেমন ডীপ ষ্টেট নিয়ে বলেছিলাম বা লালমনিরহাট এয়ার ফিল্ড নিয়ে,
দেখলাম কেউই বিশ্বাস করেনা । এখন সবই সত্য বলে প্রতীয়মান ।
আমি আপনার এই প্রতিবেদন বিশ্বাস করি, এমনকি গতরাতে ভাবছিলাম
বিষয়টি জটিল হলে আমেরিকা নিশ্চয়ই সাবমেরিন মোতায়েন করবে,
কেননা, চীন, ভারত, মায়ানমার সকলের সাবমেরিন আছে ।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: এখন পত্রিকা লিখবে এমন সাহস ওয়ালা পত্রিকা নাই, আর এখানে যারা কমেন্টস করছে তারা রেগুলার পিত্রকা পড়া লোক, আর যারা বর্তমান পিত্রকা পড়ে কিছু জানতে চায় তাদেরকে আমার কিচ্ছু বলার নাই।
এই কাহিনীটা অনেক পুরনো, কিন্তু ধীরে ধীরে বাস্তবায়নের দিকে যাচ্ছে, একটা সময় এটা নিয়ে কথা বলার মত রাসে্ট্রর সাহস থাকবে না।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
কামাল১৮ বলেছেন: কাউকে যখন ডুকতে দিচ্ছেনা,পরিবেশ রক্ষার কথা বলে।কিছু একটা ঘাপলা তো আছেই।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ৯:০২
আমি নই বলেছেন: লেখক বলেছেন: এখন পত্রিকা লিখবে এমন সাহস ওয়ালা পত্রিকা নাই, আর এখানে যারা কমেন্টস করছে তারা রেগুলার পিত্রকা পড়া লোক, আর যারা বর্তমান পিত্রকা পড়ে কিছু জানতে চায় তাদেরকে আমার কিচ্ছু বলার নাই।
পত্রিকাকে সোর্স হিসেবে ব্যাবহার করলে সেই পত্রিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবেই। তাই না? তার উপর আপনি দুইদিন আগেই গুজব সংবাদকে সোর্স হিসেবে দেখিয়ে পোষ্ট দিয়েছিলেন।
আমেরিকার সামরিক ঘাঁটি স্থাপনের জন্য সেইন্টমার্টিন উপযুক্ত কিনা এটা নিয়েও একটা পোষ্ট দ্যান, অবস্যই কিছু রিসার্স করে দিবেন, চালচুলাহীন পত্রিকার সোর্স দিয়ে নয়।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ৯:৩০
এস.এম. আজাদ রহমান বলেছেন: আমেরিকার সামরিক ঘাঁটি স্থাপনের জন্য সেইন্টমার্টিন উপযুক্ত কিনা সেটা আমেরিকাই জানে, কারণ ওটা শুধু হিসেবে ঘাঁটি না এশিয়ার ত্রেড হিসেবে কাজ করবে। আর সেন্ট মার্টিন কিংবা আমেরিকার ডিপসে্টট নিয়ে স্যোশাল মিডিয়ায় প্রচুর লেখা আছে্ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩১
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি তো গুজব রটান, ইহা কোথায় পেেন?