নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝর্ণার ছিটকে পরা-পানির ফোটা

মুহা:ওবায়দুল হক

মুহা:ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

ভালো লেখা চাই

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

গত বার আমার ইউনিভার্সিটি ছুটি তে বাংলাদেশে ৩ মাস ছিলাম।ভাইয়ার ব্যবসা দেখাশুনা করার জন্য বেশ কিছু দিন ঢাকা ছিলাম। একদিন কোন এক প্রয়োজনে গুলিস্থান যাই।গোলাপ শাহ মাজার অতিক্রম করে বেবী টেক্সী তে উঠবো বলে টেক্সী ষ্টেশন দাড়াই।পাশে কত গুলো বইয়ের দোকান আছে বিভিন্ন প্রকার বই। চায়না ভাষা শিক্ষা একটা বই চোখে পড়ে গেলো বইটা হাতে নিতে আরো অনেক গুলো বইয়ের নাম চোখে পড়লো।খুব বাজে বই,এই গুলো যা বলার মত না খুব খারাপ ছবি দিয়ে খারাপ খারাপ নাম দিয়ে বই গুলো লেখা।ওখানে দাঁড়ানো সম্ভব হলোনা সরে টেক্সী তে উঠে বসলাম লক্ষ করে দেখলাম কিছু যুবক ছেলেরা বই গুলো দেখছে এবং কেউ বই গুলো কেনছে আমি শুধু তাকিয়ে রইলাম খুবই অবাক হলাম।
তবে একটা ব্যাপার মাথায় আসলো যে এই বই গুলো যারা লেখে তারা নিশ্চয় বই গুলো লেখে পাঠক কে আকর্ষন করে। এবং এই লেখার পিছনে নিশচয় সময় ব্যয় করে কিন্তু যদি এই লেখা টা না লেখে ভালো কিছু লেখতো তার কথায় যদি একজন মানুষের মাথায় ভালো চিন্তা আসত তাহলে কতই না ভালো হত।
খারাপ লেখার যদি প্রতিভা থাকে তাহলে ভালো লেখার ও প্রতিভা আছে।কিন্তু খারাপ লেখে কেন?মানুষ্কে খারাপ পথ দেখাচ্ছে কেন?প্রতিভা আল্লাহর দান সবাই এই দান টা পায়না।অনেক মানুষ আছে যারা অনেক চেষ্টা করে ও প্রতিভা কে বিকাশ করতে পারেনা।আবার কাউকে আল্লাহ এমনিতেই দান করেন।কারো ইচ্ছা গান গাইতে কিন্তু পারেনা।আবার কারো ইচ্ছা কবিতা প্রবন্ধ লেখা কিন্তু পারেনা।
অথচ আমাদের মধ্যে কিছু অশভ্য লোক তাদের লেখা দারা মানুষকে খারাপ পথে আহবান করে ব্যাপার টা বড় দুঃখজনক।আপনি যদি ধর্ম বিশ্বাসী হন সেটা যে কোন ধর্ম হোক সব ধর্মই এই খারাপ লেখা নিষেধ আছে।
যাইহোক।আমাদের উচিত খারাপ কে বর্জন করা ভালো কে গ্রহন করা।ভালো লেখা আপনাকে মানুষ করে তুলবে আর খারাপ লেখা আপনাকে খারাপ করে তুলবে আপনের লেখা দ্বারা ৫ জন নষ্ট হবে। যার দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।তাই আসুন আমরা খারাপ কে বর্জন করি ভালো কে গ্রহন করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.