নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজগতের এক ক্ষুদ্র পিপীলিকা

মানুষ মূলত একা

সজলমেহেদি

পথের মানুষ, একলা মানুষ। কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না

সজলমেহেদি › বিস্তারিত পোস্টঃ

টেনশনের কারণে বহুমূত্র, জরুরি সাহায্য চাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ব্যাপারটা একটু হাস্যকর হলেও খুবই অসুবিধাজনক। কোনো কারণে একটু টেনশন করলে বিশেষ করে কোনো পরীক্ষার আগে টয়লেট থেকে হাল্কা হয়ে এলেও একটু পরেই আবার প্রকৃতি প্রবল্ভাবে ডাকাডাকি শুরু করে :( । আগে এ সমস্যাটা তেমন একটা ছিল না। সামনে GRE পরীক্ষা। একটানা অনেকক্ষণ বসে থাকতে হবে। কেউ কি একটু বলবেন কি করলে এই মুসিবত থেকে রক্ষা পেতে পারি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

একাকী বালক বলেছেন: এই প্রবলেম আমার চরম ছিল। আই.ই.এল.টি.এসের সময় রাইটিং এর আগে গেলাম পেসাব করতে। শুরুতে এক কিডনির ডাক্তার দেখাইছিলাম। অাল্ট্রাসোনোগ্রাম করাইয়া কিছুই আসে নাই। পরে এক ডাক্তার anti anxiety এর অষুধ দিছিল। খাইয়া ভাল ছিলাম। এক্সাম এর টাইমে চরম হয়।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

সজলমেহেদি বলেছেন: ভাই আই এল টি এসের কথা আর কইয়েন না। পুরা পরীক্ষা দিসি পেশাব চাইপ্পা :( । তাও আল্লার রহমতে ৭ পাইসি। পুরা ফিট থাকলে আরো পাইতাম।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪২

প্রফেসর সাহেব বলেছেন: amaro eki somossa

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.