![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মানুষ, একলা মানুষ। কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না
আমার এক পরিচিত বড় ভাইয়ের বার্থ সার্টিফিকেট নোটারি করিয়ে ফরেইন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। উনি বিদেশে থাকেন তাই আমাকেই একাজ করতে হবে। কোথায় গেলে সুবিধা হবে কেউ জানলে আর্জেন্ট জানান ভাই। সবচেয়ে ভালো হয় একবারেই দুটো কাজ করাতে পারলে। টাকা পয়সা লাগলে কিছু খরচ করা যাবে।
২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০
সজলমেহেদি বলেছেন: ধন্যবাদ ভাই। প্রেস ক্লাবের সামনে কেউ কি ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে দিতে পারবে ?
৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
নাহিদ তামিম বলেছেন: ফরেন মিনিস্ট্রি তে গেলে দেখবেন অনেকেই দাড়িয়ে আছেন সবাই সত্যায়িত করাতে আসছেন। লাইনে দাড়াই যান। ৫০০টাকা দিলে ১ঘন্টাই করে দিবে। বাকি আমি জানি না। একটু আরলি যাবেন।
তবে যেহেতু কাগজ বাইরে পাঠাবেন, জানি না কোন দেশ ক্ষেত্রে প্রেস ক্লাবের সামনে থেকে না করিয়ে অরিজিনাল নোটারি পাবলিক থেকে করান। ১০০ থেকে ১৫০ নিতে পারে।
নোটারি করলে কি সেই কাগজ আবার সত্যা্য়িত করার প্রয়োজন হয়? কোন কাগজ ২বার সত্যায়িত কিভাবে হয়?
শুভ কামনা।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
সজলমেহেদি বলেছেন: ২ বার কেন সত্যায়িত করতে হবে সেটা জানি না। তবে আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩
বাংলার ঈগল বলেছেন: প্রেস ক্লাবের সামনে গিয়ে যে কোন একজনের কাছে নোটারী করুন। প্রতিটার জন্য ৩০-৬০ টাকার বেশি দিবেন না।