নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
হযরত বড়পীরের সম্মানে গরীব নওয়াজ হযরত খাজা মইনুদ্দিন চিশতি (রহঃ)নিবেদিত ফারসী কবিতার অনুবাদ
Shane Sayyadena Gawse Pak (radiallahutaala anhu)
By- Hazarat Khawza Garib Newaz (rahmatullahi alaihi)
1.Ya Gawse Muazzam Noore Huda,Mukhtare Nabi Mukhtare Khuda,
Sultane Do Alam Kutube Ula, Haira Ze Zalalat Ard Wa Sama.
ওগো সম্মানিত সাহায্যকারী!সুপথের দিশারী, নবীজীর প্রিয়, প্রভূর প্রিয়ভাজন,
দুই জগতের শাসক তুমি,কুতুবকূলের শিরোমনি,প্রভাবে তব অবাক মানে আসমান জমিন।।
2.Dar Sidke Hama Siddike Wasi, Dar Adale Adalat So Umari,
Dar Kane Haaya Usma Munshi, Manind Ali Ba-Jud O Sakha.
সততায় মহান সিদ্দিক সম,ন্যায় বিচারে যেন খলীফা উমর,
লজ্জাশীলতার ভূষণে যেন উসমান, কৃপা বিতরনে সম হায়দার।।
3.Dar Bazme Nabi Ali Shani, Sattare Yuyube Muridani
Dar Mulke Belayet Sultani, Ai Mambai Fazle Jud O Sakha.
নবীজীর দরবারে তব উচ্চ আসন, লুকাও দুর্ণাম যত মুরীদগণের,
ওলীগণের জগতে তব রাজ্য মহান, উৎস তুমি করুণা ও কৃপার।।
4.So Paye Nabi Shud Taje Sart, Taje Haama Alam Shud Kadamat
Aktabe Jaha Dar Pesh Dart, Uftadah So Peshe Saho Gada.
নবীজীর চরণ পাক শোভে তব শিরোপরি, জগতের ওলীগণ তব চরণ সেবে,
সকল কুতুব তব দ্বারে হয় হাজির, ভৃত্য যেমতি যায় প্রভূর সমীপে।।
5.Gar Dade Masih Bamurda Rawa, Dadi Tu Badeene Mohammad Jaa,
Haama Alam Muhiuddine Gua, Bar Husne O Jaama Tal Gast Feda.
ঈসা (আঃ) দিয়েছেন মৃতজনে প্রাণ, তব হাতে দ্বীন ফিরে পেলো প্রাণ,
ধর্মের জীবনদাতা উপাধিতে চেনে জগতবাসী, রূপ-গুনে মুগ্ধ সবে, জান কুরবান।।
6.Dar Sharhe Begayat Purkari, Salake So Jafar Tayyaari,
Dar Aarshe Mualla Sawari, Ai Waqefe Raaje “Aw Adna”.
শরীয়তের জ্ঞানের মহাসাগর, সালেক যেন জাফর তাইয়ার,
রুহানীতে করলে আরশ সফর, রহস্যভেদী তুমি আও আদনার।।
7.Az Buske Qatile Nafse Khudam, Bimare Khazalat Mand Dilam,
Sharminda Siaro Maan Faalam, Az Faize Tu Daram Chasme Dawa.
শত্রু এ নফস হন্তা মম,মন্দ অভ্যাসেরত পাপী মন,
পাপ কালিমায় মরি লাজে, করুণাতে তব পশিবে যাতন।।
8.Moine Keh Gulame NaameTu Shud, Dar Yu Za Gere Ekrame Tu Shud,
Shud Khaza Aaz Aake Gulake Tu Shud, Dard Talabe Taslime O Reza.
‘মুঈন’ তব নামের আজ্ঞাবাহী, ও নামে মহা সম্মান আমার,
তব গোলামীতে পেলাম শাহানশাহি, তব সন্তোষ ছাড়া কিছু চাই না আর।।
©somewhere in net ltd.