নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ওয়াহ কিয়া মর্তবা হ্যায়, আয় গাউসে বালা তেরা
১। বাহ!কি উচ্চতম, হে গাউস!তব মর্যাদা,
উঁচু উঁচুদের শিরের চেয়েও উর্ধলোকে তব চরণখানা।।
২। হরেক রকম পানাহার, পাঠান আল্লাহ তব তরে
প্রিয়ভাজন আল্লাহ তোমার, প্রেমাকাংখী স্বয়ং নিজে।।
৩। প্রিয় নবী মুস্তফার ছায়াহীন কায়া, দেখেছে সে
তব আননের পবিত্র উজ্জল আভা দেখেছ যে।।
৪। ধন্য মানি জোহরা তনয়, মহা শক্তির সানন্দ জ্যোতিধারা
কাদেরী অভিধা তাই তো পেলে ওগো নব দুলহা!
৫। নবীরূপ স্তম্ভ হতে নির্গত, আলীরূপ(রা)পর্বতের ফাতেমী(রা) খনি,
ইমাম হাসানের(রা)নয়নমনি, হোসায়নী (রা) নুরের ওগো উজ্জল রবি!
৬। জলে-স্থলে, নগরে-গ্রামে,প্রাসাদ-কুঁড়ে কিংবা গুলীস্তা,
কোন ঠিকানায় পৌঁছে নাই, ওগো মহাজন তব বারতা?
৭।মহৎ উদ্দেশ্য হৃদয় মাঝে, হইনি মগ্ন অন্যায় কাজে
পরীক্ষা কতনা দিয়েছি যে, তবু মনের দৃঢ়তা অটুট আছে।।
৮। ধুলা মলিন হৃদয়, পাপের বোঝা কাঁধে, মৃত্যু মম দাঁড়িয়ে শিয়রে,
ধুয়ে মুছে যাক, সব কালিমা-পাপ, কৃপা বারি বারি বরিষনে।।
৯। তায়াম্মুমের আদেশ রহিত হয় পানি পাবার কারনে,
তেমনি তব এক মুষ্টি মাটি ও নুরের ঝলক যথেষ্ঠ এ অধম তরে।।
১০। জীবনের আয়ু ফূরাবে একদিন, আর কেয়ামত তো এটাই,
তবুও মৃত্যুর উপর ছেয়ে আছে, তোমার দৃশ্যাবলীর ছায়া।।
১১। বাগদাদের কুকুর আমি, যদিও বাস হিন্দুস্থানে,
ভাগ্যের শপথ! তবুও তোমায় পাহারা দেব প্রাণপণে।।
১২। আপমানিত-লজ্জিত বলে, যদি কেউ সম্ভাষে মোরে,
“হ্যাঁ! রেযা তব লজ্জিত দাস”, বলে দেব তারে।।
১৩। তব মালিকের অহংকারের আরও উত্তম কবিতা বলো রেযা!
প্রশংসাকারীদের মাঝে, হয় যেন তব মুখচ্ছবি আঁকা।।
©somewhere in net ltd.