নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
অবোধ বেহায়া জনগণ!
"কবে হবে তোদের বোধন?"
"আমরা করবো রাজনীতি
"চুপচাপ ঘরে বসে থাকবি!"
নইলে ফাটাবো ককটেল
তোর জীবনটা হয়ে যাবে
একদম ফাটা কদবেল"।
পুলিশ বাজাবে হুইসেল
নয়তো ছুঁড়বে টিয়ার শেল
আমরা ছুড়বো ককটেল-পাটকেল
তোমরা তাকিয়ে দেখবে ফ্যালফ্যাল।।
বাড়লে বাড়ুক গণ দুর্গতি
এটাই তোদের অমোঘ নিয়তি
"হাভাতে জনগণ মরুক তবে
ওরা বেঁচে থাকলে কী লাভ হবে?"
ওরা মরে গেলেই পাব শান্তি
আরামসে করা যাবে রাজনীতি
হায়রে হিংসার রাজনীতি!!
বুঝি না এর মতিগতি?
আসবে কবে জনগণের মুক্তি?
©somewhere in net ltd.