নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। ওগো জগতের পালনকারী! ওগো নিঃস্বদের রিযিক দানকারী।।
ওগো দরিদ্রদের প্রতি করুণাকারী! ওগো মহা শক্তিমান! অসীম ক্ষমতাধারী।।
২। ওগো সাহায্য প্রার্থীদের সহায়ক! ওগো উত্তম সাহায্যের ধারক!
আমরা শুধু তোমারই ইবাদাত করি, আর সাহায্য চাই শুধু তোমারি।।
৩। হে প্রভূ! আমার রিযিক যদি থাকে আকাশে, তবে তা অবতরণ করাও নীচে,
রিযিক যদি থাকে মাটিতে, তবে দাও তারে মুক্ত করে।।
৪। মোর রিজিক যদি দুরে থাকে, নিকটে এনে দাও তাকে,
মোর রিজিক যদি থাকে কাছে, মিলাও তারে খুব সহজে।।
৫। মোর রিজিক যদি সহজ থাকে,কল্যাণময় করো তাকে,
রিজিকে যদি কল্যাণ থাকে, তবে তা দাও বৈধ করে।।
৬। রিজিক যদি মোর হয় বৈধ, করে দাও তা পূতপবিত্র,
মোর রিজিক যদি পবিত্র হয়, করে দাও তা বরকতময়।।
৭। ওগো উত্তম করুণাকারী! আমি তব করুণাকামী,
দরূদ-সালাম জানাই তাঁর প্রতি, তব করুণা যিনি সৃষ্টির প্রতি।।
©somewhere in net ltd.