নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। বেলায়েতের গগনে উজ্জল রবি,
হজরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহঃ)।।
অদ্বিতীয় আশেকে রাসুল (দঃ),
লিখেছেন ৩০ পারা সালাতে রাসুল (দঃ)।।
২। হাযারা, হরিপুর চৌহর গ্রাম, তাঁরই পূণ্য জন্মস্থান,
খাজা ফকির মোহাম্মদ হয় তাঁর পিতার পূত নাম।
৩। নূর নবীজীর পদাঙ্ক অনুসারী, উম্মী খাজা চৌহরভী,
মারেফতের মহাজ্ঞানী, নবীজীর প্রেমে দুনিয়া ত্যাগী।
৪। পিতা হারা এতিম বালক ৮ বছর বয়সে,
চিল্লা করেন রবের ধ্যানে, নফসের শুদ্ধির মানসে।
৫। নূর নবিজীর প্রেম সায়রে, সদা তিনি বেড়াতেন ভেসে,
খাজা খিজির (আঃ) স্বয়ং এসে, শিক্ষা দিতেন ভালবেসে।
৬। নূর নবিজীর প্রেমের জ্যোতি, হজরত খাজা চৌহরভী (রহঃ)
সালাম জানাই! বাহবা তোমায়, বেলায়েতের উজ্জল রবি।।
৭। জিলহজ চাঁদের প্রথম তারিখ, ওরস তাঁর জেনে রেখো ঠিক
যাবো আমি জিয়ারতে তাঁর, একদিন কভূ জানি আমি ঠিক।
১। বেলায়েতের গগনে উজ্জল রবি,
হজরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহঃ)।।
অদ্বিতীয় আশেকে রাসুল (দঃ),
লিখেছেন ৩০ পারা সালাতে রাসুল (দঃ)।।
২। হাযারা, হরিপুর চৌহর গ্রাম, তাঁরই পূণ্য জন্মস্থান,
খাজা ফকির মোহাম্মদ হয় তাঁর পিতার পূত নাম।
৩। নূর নবীজীর পদাঙ্ক অনুসারী, উম্মী খাজা চৌহরভী,
মারেফতের মহাজ্ঞানী, নবীজীর প্রেমে দুনিয়া ত্যাগী।
৪। পিতা হারা এতিম বালক ৮ বছর বয়সে,
চিল্লা করেন রবের ধ্যানে, নফসের শুদ্ধির মানসে।
৫। নূর নবিজীর প্রেম সায়রে, সদা তিনি বেড়াতেন ভেসে,
খাজা খিজির (আঃ) স্বয়ং এসে, শিক্ষা দিতেন ভালবেসে।
৬। নূর নবিজীর প্রেমের জ্যোতি, হজরত খাজা চৌহরভী (রহঃ)
সালাম জানাই! বাহবা তোমায়, বেলায়েতের উজ্জল রবি।।
৭। জিলহজ চাঁদের প্রথম তারিখ, ওরস তাঁর জেনে রেখো ঠিক
যাবো আমি জিয়ারতে তাঁর, একদিন কভূ জানি আমি ঠিক।
©somewhere in net ltd.