নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জিকরে আওরাদ ওয়া বরুদ - এই জিকির পীরানে পীর হযরত গওছুল আযম দস্তগীর সাহেব কেবলা (রহঃ) তাঁর খাস মুরিদগণকে শিক্ষা দিয়েছেন। এই জিকিরের নিয়ম হচ্ছে, চার জানু হয়ে বসে গর্দানকে পিছন দিকে বাঁকিয়ে দেবে এবং নিজের ডান কাঁধের দিকে মুখ নিয়ে গিয়ে ‘হা’ বলবে। এরপর বাম কাঁধের দিকে মুখ নিয়ে গিয়ে ‘হু’ বলবে। আর তারপর মাথাকে ঝুঁকিয়ে নিয়ে ‘হি’ বলে আঘাত করবে।
সূত্র ঃ রুহে তাসাউওফ, পৃষ্ঠা নং ২০৬-৭।
মূল –হযরত সৈয়দ মুহাম্মদ গেছুদারাজ বান্দা নওয়াজ (রহঃ)।
বাংলা অনুবাদ - কফিল উদ্দিন আহমদ চিশতি।
প্রকাশক – চিশতিয়া পাবলিকেশনস, ঢাকা।
©somewhere in net ltd.