নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। মোর সামনে হবে তব রওযা পাকের জালি
আসুক তবে সে মাস, সে দিন, সে ক্ষণটি,
হয় পৌঁছে যাবো মদিনাতে এই আমি,
আর না হয় মদিনা এসে যাবে মোর অন্তরে।।
২। হয়ে যাবে মোর অন্তর আলোকিত,
চেহারায়ে মোর হোক না সে নূর প্রস্ফুটিত,
ঐ নুরান্বিত অন্তঃকরণের আলোক ছটা
আসবে যবে সে অন্তর থেকে অন্তরে।।
৩। ডাকবেন যেদিন নূর নবীজী মোরে
মোর নসীবের তালা খুলে যাবে ওরে!
ঝুঁকে যাবো আমি সসম্মানে
রওযা পাক যখনি আসবে এ নযরে।।
৪। মিটে গেছে মোর দুনিয়ার সাধ,
রয়ে গেছে শুধু একটাই বাকী।
একবার যদি চোখের সামনে
দেখতে পেতাম নূর নবীজীরে।।
৫। অধম ইসমাঈলের পাল্টাবে মন্দ ভাগ্য
থাকবে না কোন বিপদ, চিন্তা কি দুঃখ।
দয়াল নবীজীর ইশারা পেলে
পেয়ে যাবো দয়ার খনিটি ওরে।।
©somewhere in net ltd.