নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। মাথায় আমার বুদ্ধি নাই,বুদ্ধিজীবি হতে চাই
অছাত্র হয় ছাত্র নেতা, আমি কেন পারব না???
২। চাঁদাবাজরা দেশ চালালে, পুলিশের কি দরকার???
গৃহপালিত বিরোধী দলে চলবে ভাল স্রকার।।
৩। ভোটার বিহীন নির্বাচনে, প্রশ্ন করে অর্বাচীনে,
নেতা হবার শখ চেপেছে, চান্স নিয়েছি বুঝে শুনে।।
৪। হুদাহুদি লাফালাফি, করে কী লাভ বল দেখি???
তার চেয়ে এক কাজ কর,দেশটাকে ১০ ভাগ কর,
৫। বাঁচবে নির্বাচনের টাকা, সচল হবে দেশের চাকা
গুডবাই দুঃখ, ফুর্তি কর, ইয়াবা খেয়ে ঘুমিয়ে পড়।।
৬। রেল মন্ত্রী ঘর বাঁধলো, আমি কেন পারবো না???
বুড়ো হাড়ে জমবে ভাল, শীতের পিঠা ঘর কন্যা।।
©somewhere in net ltd.