নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
NAAT BY ALA HAZRAT SHAH AHMED RAZA KHAN BRELVI R.A.
1. APNE DAAMANE SHAFAYAT ME CHUPAYE RAAKHNA,
MERE SARKAR MERE BAAT BANAYAE RAAKHNA.
ওগো নবী!শাফায়াতের আঁচলতলে লুকিয়ে রেখো আমাকে,
ওগো মোর সর্বেসর্বা!সবকিছু যেন মোর ঠিকঠাক থাকে।।
2. AUR ISIMAAN SABKA TALABGAR HOON MERI AQA, HATHO ME MUJHE QADMOSE LAGAYE RAKHNA.
তোমারই সাহায্যপ্রার্থী সবে, দৃষ্টি শুধু তোমারই পানে,
পাক কদমে ঠাঁই দিও গো, মোর পাপে ভরা হাত দু’টিকে।।
3. EK YAAD AYE TUH, PHEER YAAD NA AYE KOIY, BANDAH PARWAR MERE KI YAAD, MERE DILSE BULAYE RAKHNA.
একবার তব স্মরণ এলে, আর কিছু যেন মনে না আসে,
আল্লাহ্ তুমি পুরা করো মোর মনের এ অভিলাষে।।
4. SHAYED SEHH RANG HE HALEK, MERE AQA GUZRE, APNE PALKO KO SARE RAHA BICHA KAAR RAKHNAA.
5. যেদিক পানে যাবেন ঐ প্রিয়তম, সে পথ কেমন জানিনা যে,
সারাটি পথ জুড়ে বিছিয়ে রাখি, মোর চোখের পাতার বিছানা।।
6. AUR UNKEHE ZAO, HAREK CHIZ UNHI SE MANGO, APNE DAMAN ME NA EHSAAN PARAYRE RAKHNA.
অধম রেযা!নবীজীর কাছেই যাও গো তুমি,তাঁর কাছেই যা চাওয়ার চেয়ে নাও আমার আঁচল হে নবীজীগো! তব দয়ার দানে ভরিয়ে দাও।।
©somewhere in net ltd.