নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
২১ এর প্রেরণা -
তাজা লাল শোণিতের দামে কেনা,
মাতৃভাষার বন্দনা।।
৬৯ এর আন্দোলন -বীর জনতার আস্ফালন,
৭০ এর নির্বাচনে-উড়ল যে বিজয় কেতন,
৭১ এ এলো ৭ই মার্চের ভাষণ।।
স্বধীনতার চেতনা-বাসনায়,
হল আত্ম শক্তির উদ্ভোধ্ন,
লড়লো বাঙ্গালী জীবন পণ,
এলো মুক্তির স্বাদে পূর্ণ জীবন
বাংগালীর ঘর ঘরে উদযাপন।।
বাতাসে দুলে উঠলো লাল সবুজের পতাকা
লাখো শহীদের রক্তে ভেজা মাটির গালিচায়
মুক্ত আকাশে মুক্ত বাতাসে
নিজ মহিমায় উড্ডীন সে
চিরদিনের তরে, চির স্বাধীন
বাংলাদেশ থাকবে বেঁচে চিরদিন।।
©somewhere in net ltd.