নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
নূর নবীজী নন কারো সমান
একথাতে রাখো ঈমান,
সবার আগে সৃষ্টি তাঁহার
তাঁর নূরে পয়দা বিশ্ব সংসার।।
যাঁরে খোদা হাবীব ফরমান,
কী করে হন তোমার সমান???
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
“তোমার মত মাটির মানুষ”
কি করে বল, নাই কিরে হুঁশ??
নবীজীর কাছে আসে ওহী
তুমি একটা দেখাও দেখি??
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
তাঁর আঙ্গুলের এক ইশারায়
ভাগ হয় চাঁদ দুই টুকরায়
পারলে তুমিও করে দেখাও?
কারামতি একটু শেখাও??
জানি তুমি তা পারবে না,
তবে কেন দেখাও বাহাদুরি??
নাও তাঁর মহিমা স্বীকার করি।।
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
মোর নবীজীর নূরের কায়া
ধূলির ধরায় পড়তো না ছায়া,
তোমার ছায়া পিছু ছাড়ে না
কেমনে কর তাঁর সাথে তুলনা??
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
তোমার দেহ মরলে পরে
কীট পতঙ্গ ছাড়ে না,
মাটির তরে হারাম ওরে
নবীদের দেহ গিলতে নারে,
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
নবীর স্বপ্ন খোদার ফরমান,
তোমার স্বপ্নে আসে শয়তান,
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
মাটির মানুষ বললে কী আর
কমে যাবে তাঁর সম্মান??
খোদ খোদা বাড়িয়েছেন
উর্ধলোকে তাঁর মকাম।।
মিরাজের রাতে এক পলকে
ঘুরে আসেন তামাম জাহান
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
হায়রে অভাগা!! নাই তোর ঈমান??
বুঝলিনা মোর নবীজীর সম্মান।।
©somewhere in net ltd.