নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
নিজ নুরের ছায়া দিয়ে
সৃষ্টি করে সযতনে
নাম মিলালেন নিজের সাথে
মাহমুদ ও মোহাম্মদ একসাথে।।
সে জাতি নুরের বরকতে
আদমের সীনা হয় উজালা
বানিয়ে তাঁরে নিজের খলীফা
ফেরেশতা দিয়ে করান সিজদা।।
নবীজী আমার নুরের পুতুল
নয়রে মাটি, ওরে! সৃষ্টির মূল!!
খুঁজে দেখেছি সারা সৃষ্টি কূল
কেবা আছে তাঁর সমতুল??
হাবীবে খোদার নাম আযানে
তাঁর প্রশংসা পাক কুরআনে
করেন আল্লাহ্ পাক জবানে
সংগে নিয়ে ফেরেশতাগনে!!
নবীজীর প্রশংসা শুনি লা মাকানে
মহান রবের সন্নিধানে
সারা জগতের মুমীনগনে
সালাম জানায় নির্জনে।।
১ লাখ ৪০ হাযার ফেরেশতা
সালাম জানায় সকাল সন্ধ্যা
তারা আসবে যাবে অবিরত
যতদিন না হবে কিয়ামত।।
জীবনে একটিবারের তরে
ফেরেশতা যায় জিয়ারতে
কি জানি কবে হবে আমার
মদিনার গলিতে দিন গুজার??
ওগো দয়ার মহা সাগর!
আবে কাওসারের সাকী!!
শুধু একটি বারের তরে
নাও না মেোরে মদিনায় ডাকি।।
©somewhere in net ltd.