নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
এই ছিল বাসনা মোর এই ছিল কামনা
এ জীবনে একবার যাব সোনার মদিনা
মদিনা মদিনা আমার প্রাণের ঠিকানা
তোমার দরশন বিনা এ জীবন আর বাঁচে না।।
মদিনার ঐ গুলিস্তানে শুয়ে নবী মোস্তফায়
কী দেব তাঁরে? অধম পাপী আছি এই ভাবনায়
মদিনাতে গিয়ে আমি দেখতাম সোনালী জালি
কেঁদে কেঁদে শুনাইতাম দরুদ সালামের ডালি।।
মদিনা মোর নয়ন মনি, মদিনাতে নূরের খনি
কেমনে যাব মদিনাতে, ভাবনায় কাটে দিন রজনী
মদিনা যেতে পরাণ পাখী, সদা করে ডাকাডাকি
নাওনা এবার ডেকে মোরে ওগো দয়ার নবীজী।।
কত জনের পুরিল আশা, আমার ভাগ্যে নাই কি লেখা?
নাওনা ডেকে দয়াল দাতা, আর কত দিন কাঁদবো একা?
আশা পূরণ হবে কি না? কিছুই আমি জানিনা,
আল্লাহ্ তুমি দয়া করে, দেখাও একবার মদিনা।।
©somewhere in net ltd.