নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আদম নবী নাযাত পাইলেন যে নামের উসিলায়,
সেই নামেরি গুন গাহে দেখনা সারা দুনিয়ায়
যে পাক নামের গুনে নুহ নবীর কিস্তি ভাসে
যে পাক নুরের বরকতে ইউনুসেরে খায় না মাছে।।
যে পাক নামের গুনে আইয়ুব নবীর বিপদ উদ্ধার
যে পাক নুরের বরকতে মুসা পেলেন খোদার দিদার
যে পাক নামের গুনে ইব্রাহিম না পুড়ে আগুনে
যে পাক নুরের বরকতে ইসমাইলের জীবন বাঁচে।।
যে পাক নামের গুনে ইসা নবীর ঠাঁই আসমানে
সে নূর নবীজীর উম্মত হতে আসবেন তিনি ফের ভূবনে
যে নবীজীর নবুয়তের সাক্ষী দিয়ে রোজ আযলে
গেয়ে গেলেন সব নবীরা তাঁর গুণগান এ জগতে।।
আদম যখন কাদা মাটি, তখনও তিনি রাসুল খাঁটি
তাঁর নুরতে উজালা জাহান, দেখতে কত পরিপাটি
আল্লাহ্ বলেন শুন মোমিন, স্বয়ং আমি আর ফেরেশতাগণে
দরূদ পাঠাই সদা যে প্রিয় নামে, তোমরাও পাঠাও সবে মিলে।।
©somewhere in net ltd.