নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জুমার দিনের নফল নামাজ
জুমার দিনে যোহর ও আছরের নামাজের মধ্যবর্তী সময়ে দুই রাকাআত নফল নামাজ পড়া যায়। এ নামাজের প্রথম রাকাআতে আয়াতুল কুরসী একবার, সূরা ফালাক পঁচিশ বার, দ্বিতীয় রাকাআতে সূরা ইখলাস একবার আর সূরা ফালাক ২০ বার পড়তে হয়। সালাম ফিরাবার পর ৫০ বার লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে হয়। এ নামাজ পড়লে স্বপ্নে আল্লাহ্ তায়ালাকে না দেখে এবং বেহেশতে নিজের জায়গা না দেখে মরবে না। সুবহানাল্লাহ্!! হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে এ নামাজ বর্ণনা করেছেন।
শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর ‘তাকমিলুল ঈমান’ কিতাবে স্বপ্নে আল্লাহ্ তায়ালার দিদার লাভ হইতে পারে বলে উল্লেখ করেছেন। সেখানে তিনি ঈমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং ঈমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কতৃক আল্লাহ্র দিদার লাভের কথা উল্লেখ করেছেন।
পবিত্র হাদীস শরীফে আছে, “প্রত্যেক ফরয নামাজের পর সূবহানল্লাহ্ – ৩৩ বার, আলহামদুলিল্লাহ্ -৩৩ বার, আল্লাহু আকবর -৩৩ বার পড়ার পর “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর” এ দোয়া একবার পড়লে সমুদ্রের ফেনাপুঞ্জের সম-পরিমাণ পাপ হলেও তা ক্ষমা করা হবে”। সুবহানাল্লাহ্!!
©somewhere in net ltd.