নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
শুধু মাত্র শয়তান ও তার অনুসারীরা আমাদের প্রিয় নূর নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের দিনে খুশী হয় না। তারা সেদিন মুখ গোমড়া করে বসে থাকে।
বিখ্যাত তাফসীরকার ইবনে কাসীর রহঃ (যিনি সালাফীদের কাছে খুব গ্রহন যোগ্য ও জনপ্রিয়) আল বিদায়াহ ওয়ান নিহায়া কিতাবে লিখেছেন, “শয়তান ৪ (চার বার) চিৎকার করে কেঁদেছিল। ১ম বার আল্লাহ পাক যখন তাকে অভিশপ্ত ঘোষনা করেন তখন, ২য় বার যখন তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়, ৩য় বার আমাদের প্রিয় নূর নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের দিনে আর চতুর্থ বার যখন সুরা ফাতিহা শরীফ নাজিল হয়।(সুত্র আল বিদায়াহ ওয়ান নিহায়া – ২য় খন্ড, পৃঃ১৬৬)।
Only Shaytan and his followers do not rejoice at the Birth of The Holy Prophet Sallallahu Alaihi Wa Sallam. Hafidh Ibn Kathir , Most Favourite Tafsir-Scholar of Salafis, writes:
أن إبليس رن أربع رنات حين لعن وحين أهبط وحين ولد رسول الله صلى
الله عليه وسلم وحين أنزلت الفاتحة
Iblis cried loudly four times, first when Allah declared him as cursed, second when he was thrown out, Third When Prophet (salallaho alaihi wasalam) was born and fourth when Surah Fatiha was revealed [Ibn Kathir in Al Bidayah wan Nihayah, Volume 2, Page No. 166]
©somewhere in net ltd.