নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। সামা শুনা বৈধ জানি
এতে নাই নাফরমানি
মুবাহ বলেছে শরীয়তে
বাধা দিও না তুমি তাতে।।
২। বাহাউদ্দীন যাকারিয়া মুলতানী রহঃ
করেছেন সামার কদরদানি
মাশায়েখে তরীকায়ে নক্সবন্দী
সামায় করেন ঘোর আপত্তি।।
৩।কাদেরিয়ার আশেকগণে
বাদ্য ছাড়াই সামা শুনে
সামায় নেই কোন বারন
মানা কর কোন কারন??
৪। সামা হল কানের ভোজন
আশেক দীলের প্রেম নিবেদন
সামা নিষেধ আছে কোথায়?
ওহে মুমেন! বলে দাও আমায়???
©somewhere in net ltd.