নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। হৃদয় আমার শুনতে চায়,
সামার ধনি শুধু সদাই
শামসুদ্দিন ইলতুতমিসের (রহঃ) কালে
সারা দিল্লী দোলে সামার তালে
খাজা মুঈনের (রহঃ) ছিল সামা গানের আসক্তি
শায়খ নাজমুদ্দিন কোবরার (রহঃ) ছিল আপত্তি ।।
২। কাজী হামিদউদ্দিন নাগোরী (রহঃ)
ঘুরতে এলেন দিল্লী নগরী
খাজা কুতুবউদ্দিনের দরবারে
যোগ দেন সামার মাহফিলে
সামা শুনে হলেন বেহাল
বুকের ব্যথায় করেন ইন্তেকাল।।
৩।হযরত সাবের কলিয়রী (রহঃ)
সামার ভক্ত ছিলেন ভারী
৩০০০ ওলামা, তালেব তালকিন
২০০ কাওয়াল, হাফেজ কাংগাল
বাঁচত খেয়ে বাবার লঙ্গর
তাঁর সামার ছিল এতই কদর।।
©somewhere in net ltd.