নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
নূরে মুহাম্মদীর দঃ গুনে
হযরত ইব্রাহিম আঃ না পুড়ে আগুনে
ছুরির ধারে পাথর কাটে
হযরত ইসমাঈলকে কাটতে নারে
নূরে মুহাম্মদীর দঃ এমনি গুন
নিভে যায় দোযখের আগুন
দোযখ আল্লাহ্র আশ্রয় চায়
বলে, “এবার বাঁচাও আমায়,
মুহাম্মদের দঃ সব উম্মতেরে
বের করে দাও আমা হতে
মুমীন বান্দার ঈমানের তেজে
আগুন আমার যাচ্ছে নিভে”।
“মুমীনেরে ডাকি সবিনয়ে
আরজ করে দোযখে
চলে যাও তুমি জান্নাতে
সুখে থাকো সেথা সবে।।
সূত্র – মুন্তাখাব উস সিয়র পৃষ্ঠা -১৫
১৬-০৯-২০১১
©somewhere in net ltd.