নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
মহানবীর দঃ হিজরতের ঘটনা নিয়ে হযরত হাসসান বিন সাবিত রাদিআল্লাহু তায়ালা আনহুর কসীদা
<তিনি ছিলেন দু'জনের একজন
যখন তাঁরা পাহাড়ে করলেন আরোহণ
শত্রুরা তাঁদের করেছিল পরিবেষ্টন
তখনও গুহায় ছিলেন, তাঁরা দু'জন
রাসুলের ভালবাসা শিক্ষা দিয়েছে তাঁকে
এর প্রতিদানতুল্য কিছুই নাই এ জগতে।।>
সূত্র- মুনতাখাবুস সিয়র, পৃঃ১৮০।
১০-০৯-২০১১
©somewhere in net ltd.