নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
নূর নবীজীর দঃ ইলমে গায়েব প্রসঙ্গে হযরত হাসসান বিন সাবিত রাদিআল্লাহু আনহুর কসীদা
<নাবিয়া ইয়ারা মালা ইয়ারান নাসু হাওলাহু
ওয়া ইয়াতলু কিতাবাল্লাহি ফি কুল্লি মাশহাদি
ফাইন কালা ফি ইয়াওমি মাকালাতা গাইবি
ফাতাসাদ্দিকুহা ফি দোয়াহওতিল ইয়াওমি আও গাদি>
অর্থাৎ- নবীজী দঃ আপন আশেপাশে ও সামনে পিছনে ঐসব কিছু দেখতে পান যেগুলিকে অন্যসব মানুষ দেখতে পায় না। নবীজী দঃ সর্বত্র আল্লাহ্র কিতাব পাঠ করেন।
যদি নবীজী দঃ অদৃশ্যের কোন কথা কোনদিন বলেন, তবে আজ কিংবা কাল সেটা সত্যায়ন হয়ে যায়।।
সূত্র - তরজুমান- ফেব্রুয়ারী ২০০৯ পৃঃ১১।
১। ওগো মোর প্রিয় নবীজী!
আমি হেন পাপী
গুণগান তব কিরূপে করি?
সুমুখে ও পিছে
কীবা আশেপাশে
দৃষ্টি তোমার সমান বিরাজে।।
দেখে না যা কিছু জ্বীন-মানবে
নয়ন তোমার তা-ও দেখে
এমন দৃষ্টি নিয়ে ওগো তুমি এলে।।
২। শুনি সবখানে তোমার বচনে
কোরআনের বাণী সুমধুর তানে
জিবরাঈলে যা কিছু আনে।।
গায়েবের কথা শোনান যখনি
ঠিক ঘটে সেটা, জানি ওগো জানি
গত হলে দিবস কিংবা রজনী।।
পেয়েছি এমন অদৃশ্যের জ্ঞানী
নবীরূপে তাঁরে নিয়েছি মানি
ধন্য হল মম জীবনখানি।।
২১-০৯-২০১১
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩০
মোহাম্মদ রিদওয়ান আল হাসান বলেছেন: আল্লাহ আপনাকে কবুল করুন।রাসুলাল্লাহ নূরনবীজী(দ)'র শান কতই না মহান!