নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

দরুদে নারিয়া বা আগুন থেকে বাঁচার দোয়া

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৩

হযরত গাউসে পাকের পবিত্র নসব নামা সম্বলিত এ দরূদ শরীফ খানা আগুণ থেকে রক্ষা করে।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খায়রিল খালায়িকি ওয়া আফযালিল বাশারি ওয়া শাফিয়্যি ইয়াওমাল হাশরি ওয়ান্নাশরি সায়্যিদিনা মুহাম্মাদিন বি আদাদি কুল্লি মালুমিল্লাক।ওয়া সাল্লি আলা জামিয়িল আম্বিয়ায়ি ওয়াল মুরসালীনা, ওয়াআলা মালাইকাতিল মুকাররাবিনা, ওয়াআলা ইবাদিল্লাহিস সালিহীনা, বি রাহমাতিকা এয়া আর হামার রাহিমীন।

ওয়ালা আরশাদি আওলাদিহিস শায়খি মুহীউদ্দীনিবনি সাইয়্যিদি আবু সালিহ বিন সাইয়্যিদিবনি মুসা বিন সাইয়্যিদি আবদিল্লাহ ইবনি সাইয়্যিদি যাহিদ ইবনি ইয়াহইয়া

ইবনি সাইয়্যিদ ফাতাহ বিন সাইয়্যিদ শাহ্‌ কাযিম ইবনি সাইয়্যিদ জাফর বিন যায়িনুল আবিদিন ইবনি সাইয়্যিদি ঈমাম হুসায়ন ইবনি হযরত আলী ইবনি আবি তালিব রাদি আল্লাহু তায়াল আনহু।

সূত্র – সহীহ নূরানী পূর্ণাঙ্গ অযীফা শরীফ, মীনা বুক হাউস ঢাকা কতৃক প্রকাশিত, শিরোনাম “দোয়ায়ে পরশ মনি” পৃঃ নং ৩৯৬-৯৭।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.