নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। শুনেছি সোনার মদীনায় খোদার রহমত ঝরে সর্বদাই
নুরের পাখনা মেলে ফেরেস্তায়, রহমতের ছায়া বিলায়
নূর নবীজীর (সা) পাক রওজায়, ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
২। ৭০ হাযার ফেরেশতায়, জীবনে একবারের তরে হায়
তাঁর রওযা জিয়ারতের সুযোগ পায়, দরূদ সালাম ভেট পাঠায়
নূর নবীজীর (সা) পাক রওজায়, ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
৩।শুইয়া মদিনার পাক রওযায়, উম্মতের সালাম শুনতে পায়
কাঁদেন উম্মতের মায়ায়, এমন দরদী আর কে আছে ভাই??
নূর নবীজীর (সা) পাক রওজায়, ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
৪। যে নবীজির পড়লে কলেমা, ঝরে যায় সকল গুনাহ
আল্লাহ্ তারে দেয় যে পানায়, কোনকালে তার ভয় নাই
নূর নবীজীর (সা) পাক রওজায়, ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
©somewhere in net ltd.