নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। শুন মুমিন মুসলমান!
হুসিয়ার সাবধান!!
সিজদা সহজ কথা নয়,
সিজদা সহজ কথা নয়,
না জেনে না বুঝে দিলে,
সিজদা কাফির হতে হয়।
সিজদা শুধু রবের তরে,
আর কারও তরে নয়
কুরআন-হাদীস খুলে দেখ,
পেয়ে যাবে প্রমাণ।
শুন মুমিন মুসলমান!
হুসিয়ার সাবধান!!
২। আদি পিতা আদমেরে
সিজদা দিল ফেরেশতা সবে
হুকুমে আল্লাহ্র
সিজদা না দিয়ে পাপী
ইবলিস হল ছার খার।।
সিজদা সহজ কথা নয়,
সিজদা সহজ কথা নয়,
না জেনে না বুঝে দিলে,
সিজদা কাফির হতে হয়।
৩। ইউসুফ নবীরে সিজদা দিল
১১ তারকা স্বপন মাঝে
রাজার স্বপ্নের ভেদ বলে
রাজত্ব পেলেন মিসরে।।
তখন সিজদা জায়েজ ছিল
পরে সে নিয়ম বাতিল হল
খোদায়ী হুকুম অকাট্য বিধান
খন্ডাবে তারে কোন মহা প্রাণ??
৪। তাজিমী সিজদা বাতিল প্রথা
জেনে রেখো মুসলমান
যদি থাকে সাচ্চা ঈমান
মেনে নাও খোদায়ী ফরমান
কুরআন ছাড়া উপায় নাই
হাদীস ছাড়া মূল্য নাই।।
৫। ইবলিসের প্রলোভনে
আর পড়ো না তোমরা সবে
নইলে খোদা হবেন বেজার
সব আমল হবে ছারখার।।
নবীকে সেজদা জায়েজ নাই
মাজার কেমনে সেজদা পায়?
শিরিক তুমি কইর না
আল্লাহ্র নামে হও ফানা।।
২| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর ব্ক্ত্যবের জন্য ধন্যবাদ, জনাব বিদ্রোহী ভৃগু। এই নিন আমার উত্তর - ভলবাসার ফুল ফোটাবো কেমন করে জানি না
কেমন করে ডাকলে তুমি খুশি হবে রাব্বানা??
দিলের কাবায় সিজদা দিয়ে নাফস কে বাঁধো কষে,
খোদ মহাজন হবেন হাজির দেখবে তোমার পাশে।।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ১। শুন মুমিন মুসলমান!
হুসিয়ার সাবধান!!
সিজদা সহজ কথা নয়,
সিজদা সহজ কথা নয়,
না জেনে না বুঝে দিলে,
সিজদা কাফির হতে হয়।
কথা সত্য মিথ্যা নয়..
২। আদি পিতা আদমেরে
সিজদা দিল ফেরেশতা সবে
হুকুমে আল্লাহ্র
সিজদা না দিয়ে পাপী
ইবলিস হল ছার খার।।
বল্লেন এই কথা
বুঝেছেন কি তার সার!
ফেরেশতারা সিজদা কিন্তু দেয়নাই আল্লারে
আল্লাহর হুকুমে সিজদা দিল আদমেরে!
খেয়াল কইরা ! কারে দিল আদমেরে!
আদম যখন আহাদের দম
আল্লাহ বিরাজ করে হরদম
সিজদা তখন নেয়না আদম
আল্লাই সে সিজদা পায়!
ইউসুফে জায়িজ পরে বাতিল বল্লেন মূখের জোরে
প্রমাণ দিলেন নাতো কোন প্রাক্যশ্য আসরে!!!!
মসজিদে গেলে পরে মাথা নষ্ট হয়ে পরে
সব নামাজির সামনে রাখা জুতার সারি
সেজদা করছে সবাই তারই উপরি!!!!!!!
তবে কি সবার সিজদা জুতায় পায়???
ইক্তেদা করেন ক্বাবা সিজদা কি তবে ক্বাবায় পায়
ক্বারা পরস্তি তারে বলে সেওতো ভীষন গুনাহ হয়!
এইবার বলেন তবে মাজার কেমনে সেজদা পায়?
উপরে সব একমত হলে সেজদাটা আল্লারহই রয়।
সামনে কি তায় কি আসে যায়- হৃদয়ে যদি আল্লাহ রয়
সিজদা সেতো আল্লাহরই-তাতের কেউ শরীক নয়!
এইবার বলেন কবি সাহেব আল্লায় সিজদা করছেন কি?
কিভাবে করেছেন তা আমজনতায় জানাবেন কি?
ইবলিশ মোকাররমে -ভবে হেন কোন স্থান নাই
যেখানে ইবলিশের সিজদা জমিনেতে পড়ে নাই!
পরেনা আল্লা খুশী হইয়া নিল আকাশেতে
ফেরেশতার সর্দার বানাইল আরো বহুত পড়েতে!
যেই জমিনে করছেন সিজদা তাতে ইবশিলের সিজদা আপনারই আগে
সিজদার জায়গা পাক হতে হয়- তাকি আর পাক রয় সেই-মতে?
পবিত্র সেই স্থান খোঁজেন-অন্তর পবিত্র করেন অজু করেন হৃদয়ের
তারপরেই সন্ধান পাবেন সিজদার হাকিকতের।
শোনা কথা শোনা বাক্যে প্রেম কি হয় হৃদয় ভরে
প্রেম হৃদয়ে জাগলে কেবল প্রেম বোঝা যায় অন্তপুরে।।