নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
বিসমিল্লাহির রহমানির রাহিম
নারায়ে তাকবীর আল্লাহ আকবর
নারায়ে রিসালাত ইয়া রাসূলাল্লাহ
নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম
মসলকে আ’লা হযরত জিন্দাবাদ
শাহেন শাহে সিরিকোট জিন্দাবাদ
নবী বংশের ৩৮তম আওলাদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশে মাসলাকে আ’লা হযরতের প্রতিষ্ঠানিক রূপদানকারী আল্লামা হাফেজ ক্বারী সাইয়্যেদ আহমদ শাহ্ সিরিকোটি (রাহমাতুলাহি আলাইহি) এর ৫৫তম উফাত দিবস উপলক্ষে
"মসলকে আ’লা হযরত প্রতিষ্ঠায় হযরত সাইয়্যেদ আহমদ শাহ্ সিরিকোটির (রাহ) অবদান”
শীর্ষক সেমিনার’১৫, আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী
স্থান: খানকা-এ-তৈয়্যেবিয়া, জয়েন্ট কোয়ার্টার, মোহাম্মদপুর, ঢাকা।
তারিখ: ২৭ আগস্ট, ১১জিলকদ, রোজ: বৃহস্পতিবার, বেলা: ১১টা
সভাপতি
আল্লামা মুফতি কাজী আবদুল আলিম রিজভী, অধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, মোহাম্মপুর, ঢাকা।
বিষয় ভিত্তিক আলোচনা পেশ করবেন
আল্লামা ড. আব্দুল্লাহ্ আল-মারুফ, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রফেসর ড. আব্দুল অদুদ, চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, মোহাম্মপুর, ঢাকা।
এ ছাড়া আরো দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, স্কলার, গবেষক, আন্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকার কর্মকর্তাবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার শিক্ষকম-লী উপস্থিত থাকবেন। আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত।
বি:দ্র: সেমিনারে পঠিত প্রবন্ধসহ গবেষনামূলক লেখা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হবে।
সালাম ও শুভেচ্ছান্তে-
শাহ্জাহান মুহাম্মদ ইসমাঈল আহবায়ক
মুহাম্মদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী সদস্য সচিব
সেমিনার’১৫ বাস্তবায়ন কমিটি
আয়োজনে: আল-সিরাজ ফাউণ্ডেশন, এলিফ্যান্ট রোড, ঢাকা।
©somewhere in net ltd.