নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১৩। মুরশিদ পদে থাকলে ভক্তি
সব বিপদে পাবে মুক্তি
১২। আফতাব আমদ দলীলে আফতাব
গর দলীলত বায়দ আজ ওয়াই রো মাতাব
অর্থাৎ -
সূর্যের অস্তিত্বের প্রমান মাঝ গগনে সূর্য নিজে
প্রমান যদি চাওগো তুমি, ফিরায়ো না চোখ সূর্য থেকে।।
১১। বর করীমা কারাহা দুসয়ার নিস্ত
অলি আল্লাহ্র দয়া হলে
কোন কাজই কঠিন নহে।।
১০। বে মনে পেশে মনে দর ইয়ামনে
বা মনে দর ইয়ামনে পেশে মনে ।।
অর্থাৎ -
বেখেয়ালে সামনে বসেও পড়ে থাক দূর ইয়ামনে
মুরশীদের স্মরণ থাকলে দিলে দুরে হয়েও থাকবে পাশে।।
৯। আঁ-না-কে খাকরা বনজর কীমিয়াঁ কুনন্দ
আ-য়াঁ বুয়াদ কেহ গোশায়ে চশম বমাঁ কুনন্দ ।।
অর্থাৎ -
চোখের দৃষ্টি দিয়ে যাঁরা, মাটিকে বানান স্বর্ণ
বারেক দৃষ্টি দিলে তাঁরা, হয়ে যেতাম ধন্য।।
৮। কোরবে জানি রা বুঁদে মকানে নিস্ত
অর্থাৎ - প্রেম যদি দিলে রহে
দূরে মোটেই দূর নহে।।
৭। তু-মবাশ আছলাম কামাল আস্ত বস
তু-দরো গোম শো বেছালআস্ত বস
অর্থাৎ -
নিজেকে দাও বিলীন করে নিঃশব্দে নীরবে
সবার বড় সাধন সে যে, যথেষ্ঠ তা তোমার তরে।।
পীরে কামেলের পদতলে নিঃশেষে বিলাও নিজেরে
সবার বড় সাধন সে যে, যথেষ্ঠ তা তোমার তরে।।
৬। এক জমানা সোহবতেবা আউলিয়া
বেহতর আজ ছদ সালা তা'আত বে রিয়া
ক্ষণ কাল থাক যদি তুমি কোন আউলিয়ার সনে
উত্তম জেনো তা, শত বছরের বেরিয়া ইবাদাত হতে।
৫। "মানচেহ গোয়েম শরহে ওয়াসফে আ জনাব
আফতাবাস্ত আফতাবাস্ত আফতাব"
"আমি ঐ জনাবের গুণাবলীর কি বর্ণনা দেব
তিনিই সূর্য, তিনিই সূর্য, তিনিত সূর্য"
৪। চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া
তাবাবীনী এবতেদা তা এন্তেহা
অর্থাৎ -
আউলিয়ায়ে কেরামের পায়ের ধুলি
বানাও যদি সুরমা চোখের
দেখতে পাবে তখন তুমি
আউয়াল থেকে আখের
৩। গর তু খাহী হাম নসীনী বা খোদা
গো নসীনী দর হুযুরে আউলিয়া
অর্থাৎ -
"বসতে যদি চাওগো তুমি আল্লাহপাকের সাথে
বসে যেও বান্দা তুমি আল্লাহ্র অলীর দরবারে"।।
২। বিগর দাবে বালা আফতাদো কিস্তি
জয়ীফানে সিকিস্তারা তু পুস্তি
বেহক্কে হযরত আবদুর রহমান চৌহরভী
মাদাদ কুন আয় মুরশিদে হক সিরিকোটি।।
তরী আমার ডুবছে দেখো ঐ যে তুফান ভারী
মাঝ দরিয়ার রয়েছি পড়ে,বাঁচাও দয়াল সিরিকোটি
দোহাই তোমায় দিলাম এবার পীর খাজা চৌহরভীর
জলদি এসে ত্বরাও মোরে নইলে প্রাণে মরি ।।
১। বানিয়ে জামেয়া হযরত সৈয়্যদ আহমদ শাহ
পেশওয়ায়ে আহলে সুন্নত,পেহ লাখো সালাম।।
©somewhere in net ltd.