নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
মুরশীদে বরহক হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ) আলা হযরত সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করতেন। এ প্রসংঙ্গে এক বাণীতে তিনি বলেছেন, “আলা হযরত রহঃ এর গূনকীর্তন করার যোগ্য ভাষা অধম খুঁজে পাচ্ছি না। বাতিল ফিরকা সমূহ আম্বিয়ায়ে কেরাম ও অলী-আল্লাহ্র শানে কটুক্তি আর তাঁদের বিধ্বংসী ঘৃণিত মতাদর্শ নিয়ে যখন তুফানের আকৃতি ধারণ করে ধেয়ে আসছিল ঠিক সে মুহুর্তে আলা হযরত (রহঃ) তাঁর বিস্ময়কর ক্ষুরধার লিখনির মাধ্যমে কিশতীয়ে নূহ এর মত রাসুলের উম্মতদেরকে স্বীয় বুকে টেনে নিয়ে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার প্রস্রবণ থেকে সুধা পান করান। তিনি আরো বলেন, “তাঁর নাতিয়া কালাম শুনলে ঈমান তাজা হয়ে যায়। ভাববার বিষয় হল, যে ব্যক্তির জবান থেকে এত সুগভীর নবী প্রেমে ভরা পংক্তি বের হয়, না জানি তাঁর অন্তরে কিরূপ অবস্থা বিরাজ করছিল? নিশ্চয়ই তিনি ফানা ফির রাসুলের মর্যাদায় অভিসিক্ত। ” সূত্র - পয়গামাতে ইয়াওমে রেযা, লাহোর, পাকিস্তান।
©somewhere in net ltd.